নতুন গেইমিং মনিটর আনল ডেল

গেইম প্রেমীদের জন্য নতুন ২৪ ইঞ্চি মনিটর  এনেছে মার্কিন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল। নতুন এই মনিটরটি প্রতিষ্ঠানের আগের ২৭ ইঞ্চি গেইমিং মনিটরের উন্নততর সংস্করণ।

ফুয়াদ তানভীর অমিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 05:13 PM
Updated : 28 August 2016, 05:13 PM

নতুন এই গেইমিং মনিটরটি আগের মনিটরের তুলনায় খুব বেশি ব্যতিক্রম নয়। এখানে বাহ্যিক দিক থেকে এটির পার্থক্য এর পর্দার মাপ। দু'টি মনিটরেই ২৫৬০x ১৪৪০ কোয়াড এইচডি রেজুলিউশান রয়েছে, জানিয়েছে মার্কিন প্রযুক্তি সাইট দ্য ভার্জ।

এ ছাড়াও মনিটর দু'টির ইন্টারফেইসও একই। উভয় মনিটরেই ডিসপ্লেপোর্ট ১.২, এইচডিএমআই ১.৪ এবং চারটি ইউএসবি ৩.০ পোর্ট রয়েছে। আর মনিটর দু'টির  কন্ট্রাস্ট অনুপাত ১০০:১।

গত বছরে ২৭ ইঞ্চি গেইমিং মনিটর বাজারে আনে ডেল। আগের মনিটর থেকে এটির বড় পার্থক্য এর রিফ্রেশ রেট। আগের মনিটরটির রিফ্রেশ রেট যেখানে ১৪৪ হার্টজ সেখানে নতুন ২৪ ইঞ্চি মনিটরের রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। গেইম খেলার সময় মনিটরটি ভালো মানের ফ্রেম রেট দেবে বলে জানানো হয়েছে।

আগের মনিটরের মত এই মনিটরটিও সহজেই ডানে বামে ঘুরানো, কাত করা এবং উঠানামা করা যাবে। এস২৪১৭ডিজি মডেলের ২৪ ইঞ্চি গেইমিং মনিটরটির মূল্য রাখা হয়েছে ৫৬৯ মার্কিন ডলার।