বিদ্যুৎ বাঁচাতে কাজ করবে নেস্ট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বড় এক গ্যাস লিক-এর ঘটনায় সরবরাহ বন্ধ থাকায় শক্তি ঘাটতির আশংকা দেখা দিয়েছে। এই ঘাটতি ঠেকাতে শক্তি সঞ্চয়ের এক প্রচেষ্টায় ৫০ হাজার নাগরিককে তালিকাভূক্ত করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট-এর নেস্ট ল্যাব।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 01:34 PM
Updated : 27 August 2016, 01:34 PM

রাষ্ট্রীয় এক শক্তি সঞ্চয় প্রকল্পে বাসাবাড়িতে শক্তি সঞ্চয়ে এডিসন ইন্টারন্যাশনাল-এর সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন-এর সঙ্গে চুক্তি করছে তারবিহীন ডিজিটাল থার্মোস্ট্যাট সরবরাহকারী প্রতিষ্ঠান নেস্ট, জানিয়েছে ব্লুমবার্গ। নেস্ট-এর শক্তি ব্যবসায়ের পরিচালক বেন বিক্সবি জানান, যত বেশি সম্ভব প্রাকৃতিক গ্যাসচালিত ছোট প্লান্ট উৎপাদনের মাধ্যমে সামনের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা ৫০ মেগাওয়াট কমিয়ে আনতে গ্রাহকদের আকর্ষণ করতে চায় প্রতিষ্ঠানটি।

বেন বলেন, "আমরা নাগরিক-জ্বালানি ব্যবহৃত একটি পাওয়ার প্লান্ট বানাচ্ছি।"

অধিবাসীরা অংশগ্রহণের জন্য ১২৫ ডলার পর্যন্ত বিল মওকুফ আর সংরক্ষণের জন্য পুরস্কার পাবেন।

এর মাধ্যমে ক্যালিফোর্নিয়া গরমের দিনে ওই অধিবাসীদের চাহিদা কম হিসেবে ধরে নিতে পারবে।

সেমপ্রা এনার্জি নামের এক প্লান্টের গ্যাস স্টোরেজ লিক হওয়ার জের পুরো বছর পর্যন্ত থাকবে আর প্রতিষ্ঠানটির পুরো স্টোরেজ কমপ্লেক্স-এ কোনো সীমাবদ্ধতা আনলে পুরো সাউদার্ন ক্যালিফোর্নিয়া জুড়ে ব্ল্যাক আউট সৃষ্টি হতে পারে। 

এই প্রকল্প সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন আর সেমপ্রা-এর সাউদার্ন ক্যালিফোর্নিয়া গ্যাস কো.-এর যৌথ তহবিলে পরিচালিত হবে জানিয়েছে নেস্ট।