গুগলকে অপেক্ষায় রাখছে দক্ষিণ কোরিয়া

সরকারি ম্যাপিং ডেটা ব্যবহারের অনুমতি চেয়ে গুগলের করা আবেদন খতিয়ে দেখতে আরও সময় নিয়েছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের জুনে দেশটির সরকারি ম্যাপিং ডেটা দেশের বাইরে বিশ্বব্যাপী ব্যবহারের অনুমতি চেয়ে চলতি বছরের জুনে আবেদন করে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি।

ফুয়াদ তানভীর অমিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 02:59 PM
Updated : 24 August 2016, 02:59 PM

গুগলের আবেদনের প্রেক্ষিতে সেটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় দেশটি। বুধবার জানানো হয় গুগলের আবেদন খতিয়ে দেখতে আরও সময় নেবে দক্ষিণ কোরিয়া। এ বছরের ২৩ নভেম্বর দেশটি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে, জানিয়েছে রয়টার্স।

এর আগে বলা হয়েছিল ২৪ অগাস্ট দেশটি তাদের সিদ্ধান্ত জানাবে। কিন্তু এদিন নতুন করে সময় বাড়ানোর কথা জানায় দেশটি।

দক্ষিণ কোরিয়ায় পূর্ণাংগ গুগল ম্যাপ সেবা দিতেই দেশের বাইরে বিশ্বব্যাপী সার্ভারে সরকারি ম্যাপিং ডেটা সংরক্ষণের অনুমতি চায় প্রতিষ্ঠানটি। তবে দক্ষিণ কোরিয়ান আইন অনুযায়ী দেশের বাইরে সরকারি ম্যাপিং ডেটা ব্যবহারের অনুমতি না থাকায় এ সুবিধা দিতে পারছে না গুগল।

বুধবার কর্মকর্তাদের এক বৈঠকের পর সরকারের পক্ষ থেকে বলা হয়, সুরক্ষার মত বিষয়গুলো নিয়ে গুগলের সঙ্গে আরও বিস্তারিত আলাপের জন্য এ ব্যাপারে "সতর্ক সিদ্ধান্ত" নিতেই তাদেরকে অপেক্ষায় রাখা হচ্ছে।