তিব্বতের নিজস্ব সার্চ ইঞ্জিন 'ইয়ংজিম'

'ইয়ংজিম' নামে নিজস্ব সার্চ ইঞ্জিন উন্মোচন করেছে তিব্বত। চীনা কর্তৃপক্ষের সমর্থনে এই সার্চ ইঞ্জিনটি উন্মোচন করা হল।

ফুয়াদ তানভীর অমিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 02:25 PM
Updated : 24 August 2016, 02:25 PM

নিজস্ব ভাষায় সার্চ ইঞ্জিনটি জটিল সার্চের ক্ষেত্রে যে কোনো বিকল্প সার্চ ইঞ্জিনের চেয়ে ভালো বলে দাবী করেছে 'ইয়ংজিম'। বেশ কয়েকটি শব্দ এক সঙ্গে সার্চ করার ক্ষেত্রেও এটি কার্যকর, জানিয়েছে বিবিসি।

চীন নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। চীন দেশটির সংস্কৃতি ও ঐতিহ্য দমন করছে এমন অভিযোগ রয়েছে বিভিন্ন সংস্থা এবং ধর্মীয়গুরু দালাইলামা অনুসারীদের।

এদিকে দেশটির সেন্ট্রাল তিব্বেতিয়ান অ্যাডমিনিস্ট্রেশন-এর এক মুখপাত্র ‘নির্বাসিত সরকারে’র পক্ষে বিবিসিকে জানান, "এটিকে তিব্বতের অবৈধ দখলদারিত্ব বৈধ করার প্রজ্ঞাপণ প্রচারণার একটি মাধ্যম হিসেবে দেখা হচ্ছে।"

তিব্বতে এবং চীনে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ব্লক করে রাখায় দেশ দুটিতে নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার  করা হয়ে থাকে। তিব্বতে চীনের নিজস্ব সার্চ ইঞ্জিন 'বাইদু' দিয়ে সার্চ করা গেলেও 'ইয়ংজিম' একান্তই তিব্বতের সার্চ ইঞ্জিন বলে জানানো হয়।

এমনকি এই সার্চ ইঞ্জিনের সকল ইন্টারফেইস উপাদানও দেশটির মধ্যেই সীমাবদ্ধ। সেই অর্থে 'ইয়ংজিম'-ই তিব্বতের এমন প্রথম সার্চ ইঞ্জিন, জানিয়েছে বিবিসি। এক্ষেত্রে ইয়ংজিম নামের অর্থ 'মালিক' বা 'শিক্ষক'।