ইরানে নিষিদ্ধ পোকিমন গো

প্রথম দেশ হিসেবে জনপ্রিয় অগমেন্টেড রিয়ালিটি স্মার্টফোন গেইম পোকিমন গো নিষিদ্ধ ঘোষণা করলো মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2016, 02:20 PM
Updated : 10 August 2016, 02:20 PM

বিবিসি জানায়, দেশটির অনলাইনে নজর রাখায় নিযুক্ত সরকারি সংস্থা "হাই কাউন্সিল অফ ভার্চুয়াল স্পেইসেস" অনুল্লেখিত কোনো এক "নিরাপত্তা ঝুঁকির" কারণে অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে।

বিবিসি জানায়, সরকারিভাবে এ সিদ্ধান্ত ঘোষিত হওয়ার আগে ইরান কর্তৃপক্ষ গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান নিয়ানটিক ইনকর্পোরেশনের সঙ্গে গত কয়েক মাস ধরেই আলোচনায় ছিল। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এ আলোচনার উদ্দেশ্য ছিলো "গেইম নির্মাতারা তাদের সহযোগিতায় কতোটা আগ্রহী" তা জানা। তবে সরকারি নিষেধাজ্ঞার পরও ইরানি নাগরিকেরা গেইমটি খেলছেন এবং সামাজিক মাধ্যমে গেইমটি সম্পর্কে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

গেইমস্পট জানায়, মুক্তির পর থেকেই পোকিমন গো সংক্রান্ত নানা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। পোকিমন ধরতে প্লেয়ারদের নানা বাস্তব জায়গা ও ল্যান্ডমার্কে বিচরণের মধ্যেই সামরিক ঘাঁটিতে ঢুকে পড়া, গণহত্যা সংক্রান্ত জাদুঘরের ভাবমূর্তি লঙ্ঘন এবং কোনো কোনো এলাকা পোকিমন গো প্লেয়ারদের আনাগোনায় অতিরিক্ত কোলাহলপূর্ণ হয়ে ওঠার অভিযোগও পাওয়া গেছে।