আইফোন ক্যামেরায় মাইক্রোসফট অ্যাপ 'বেশি ভাল'

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আইফোনের প্রচলিত ক্যামেরার চেয়ে ভাল ছবি নিতে পারে আইফোনের জন্য এমন একটি নতুন অ্যাপ্লিকেশন ছাড়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট রিসার্চ। এর নাম দেওয়া হয়েছে 'মাইক্রোসফট পিক্স'।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2016, 09:56 AM
Updated : 29 July 2016, 09:56 AM

মাইক্রোসফট গবেষকদের মতে, "এটি হবে আপনার পকেটে রাখার মতো পেশাদার ফটোগ্রাফার।"

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার জানিয়েছে, মাইক্রোসফট পিক্সের ইউজার ইন্টারফেইস ব্যবহার সহজ। এতে কোনো 'মোড' বা 'সেটিংস' নেই। এর পরিবর্তে এতে পরিমিত 'এক্সপোজার', ফোকাস এমনকি সঠিক সময়ে সেরা মানের ছবিও নিশ্চিত করার ক্ষমতাও রয়েছে। 

অ্যাপটি চেহারা শনাক্তকরণের মাধ্যমে ছবি তোলে। তবে যদি কারও চোখ বন্ধ থাকে তাহলে সে অবস্থায় ছবি তোলে না। এটি স্বয়ংক্রিয়ভাবে একই ভঙ্গিমার অনেকগুলো ছবি তুলে এবং সেরা একক ছবিটি রেখে বাকিগুলো মুছে ফেলে।

এ ছাড়াও মাইক্রোসফট পিক্সে আছে বিল্ট-ইন অ্যালগরিদম, যা কাঁপানো ছবি ঠিক করে ফেলতে পারে আর ছবি বা ভিডিও থেকে চলমান জিফ তৈরি করতে পারে।