ফের কর্মী ছাঁটাইয়ে মাইক্রোসফট

পরবর্তি এক বছরে প্রায় ২৮৫০ কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে মাইক্রোসফট। সর্বোচ্চ ৪৭০০ জন বা সর্বমোট কর্মীসংখ্যার প্রায় চার শতাংশ ছাঁটাই করার পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিচ্ছে।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2016, 09:38 AM
Updated : 29 July 2016, 09:38 AM

বাজারের শীর্ষস্থানীয় মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান, অ্যাপল এবং স্যামসাং ইলেকট্রনিক্স-এর সঙ্গে টেক্কা দিতেই ২০১৪ সালে ফিনল্যান্ডভিত্তিক হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া-কে কিনেছিল মাইক্রোসফট।

প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলা, যিনি চুক্তিটি হওয়ার দুই মাস পর দায়িত্ব নেন, তিনি ধুঁকতে থাকা ফোন ব্যবসায়ের পুনর্গঠনের দিকে নজর দিয়েছেন।

এর আগে নিজেদের মোবাইল ফোন ব্যবসায়ে নতুন অনুপাত আনার প্রচেষ্টার অংশ হিসেবে ১৮৫০ জন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার ঘোষণা দিয়েছিল মার্কিন এই সফটওয়্যার জায়ান্ট। এই ছাঁটাই তালিকার অধিকাংশই ফিনল্যান্ডের। সেই সঙ্গে চাকরী থেকে সরানোর জন্য কর্মীদের ৯৫ কোটি ডলার ক্ষতিপূরণও দিয়েছিল প্রতিষ্ঠানটি।

রয়টার্সের তথ্যমতে, জুন ৩০ পর্যন্ত মাইক্রোসফটে প্রায় ১১৪০০০ জন পূর্ণকালীন কর্মী ছিলেন।