ব্যাংকিং খাতে বাড়ছে অ্যাপের ব্যবহার

ব্যাংকের ওয়েবসাইটের নতুন প্রতিবেদনে দেখা গেছে, অর্থ ব্যবস্থাপনার জন্য মোবাইল ব্যাংকিং অ্যাপগুলোর ব্যবহার বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 03:35 PM
Updated : 24 July 2016, 03:35 PM

ব্রিটিশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিবিএ)-এর মতে মোবাইল ব্যাংকিং অ্যাপগুলো মিনিটে ব্যবহার হচ্ছে ৭৬১০ বার। একে অর্থ ব্যবস্থাপনার একটি ‘পরিবর্তন’ বলে মনে করছে সংস্থাটি, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

বিবিএ-এর তৈরি করা নতুন প্রতিবেদনে ব্যাংকিং সেবা গ্রাহকদের অভ্যাসের পরিবর্তনের কথা বলা হয়েছে। সংস্থাটি জানায় ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ৩৪ কোটি ৭০ লাখ লেনদেন করা হয় অ্যাপের মাধ্যমে যা আগের তুলনায় ৫৪ শতাংশ বেশি।

তুলনামূলকভাবে, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পরিশোধ দুই শতাংশ বেশি হয়েছে, যার সংখ্যা ৪১ কোটি ৭০ লাখ।

এদিকে ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য লগইন করা ব্যবহারকারীর সংখ্যা কমে গেছে। যেখানে ২০১৪ সালে ৪৪ লাখ ব্যবহারকারী প্রতিদিন লগইন করেছেন, কিন্তু ২০১৫ সালে সেই সংখ্যাটি নেমে আসে ৪৩ লাখে।

বিবিএ-এর প্রধান নির্বাহী অ্যান্থনি ব্রাউন ব্যাংকিং মোবাইল অ্যাপ ব্যবহারের সংখ্যাগুলো দেখে ‘অকল্পনীয় বৃদ্ধি’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, "আপনি বাসে উঠার সারিতে দাঁড়িয়েই অর্ডার করতে পারেন বা এয়ারপোর্টেই ব্যালেন্স চেক করে নিতে পারেন।