গর্ভবতীর জন্য 'গোলাপি বাতি'

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একটি শহর বাস ও ট্রেনে এক বিশেষ অ্যালার্ম চালুর পরিকল্পনা করছে। এই অ্যালার্মের গোলাপি আলোর ঝলকানি গর্ভবতী নারী যাত্রীর জন্য আসন ছেড়ে দিতে অন্যান্য যাত্রীদের প্রতি অনুরোধ জানাবে।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2016, 08:45 AM
Updated : 8 July 2016, 08:45 AM

'বিকন' নামের এই ডিভাইসটি ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে কাজ করে। যখন একজন গর্ভবতী নারী তার বিশেষ অ্যাপ্লিকেশনযুক্ত স্মার্টফোন সঙ্গে নিয়ে, অ্যালার্মের দুই মিটারের মধ্যে চলে আসে, তখন কাছাকাছি থাকা আসনের পাশে থাকা বাতি জ্বলে উঠে।

এ বছরের এপ্রিলে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বুসান এবং গিমহাই-এর পার্শ্ববর্তী শহরের মধ্যে চলাচলরত ট্রেনে অ্যালার্মটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। একজন গর্ভবতী নারী চিহ্নিত করার পর ডিভাইসটি যাত্রীদের কাছ থেকে ব্যপক প্রশংসা অর্জন করে, জানিয়েছে রয়টার্স। "গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে একজন গর্ভবতীকে আলাদাভাবে চিহ্নিত করা বেশ কঠিন। তাদের জন্য এটি একটি সুন্দর উদ্যোগ", বলেন ২৪ বছর বয়সী যাত্রী, হান দং-জিন।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বছরের শেষ নাগাদ আরও ট্রেন এবং বাস লাইনে এই কার্যক্রম বিস্তৃত করবেন বলে কাজ করে যাচ্ছেন।