মাইক্রোসফট ছাড়া অকল্পনীয় বিশ্ব

চার দশক ধরে একের পর এক নিত্য নতুন পণ্য উন্মোচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। উইন্ডোজ, অফিস, এক্সবক্স-এর মত পণ্য দিয়ে মানুষের দৈনন্দিন জীবনের কম্পিউটিং অভিজ্ঞতাকেই বদলে দিয়েছে এই প্রতিষ্ঠানটি।

ফুয়াদ তানভীর অমিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2016, 03:13 PM
Updated : 30 June 2016, 03:13 PM

মাইক্রোসফটের শত শত পণ্যের মধ্যে এমন একটি পণ্য রয়েছে যেটি ছাড়া বিশ্ব অকল্পনীয় বলে বিশ্বাস করেন প্রতিষ্ঠানের প্রধান সাত্যিয়া নাদেলা। ৩০ জুন অ্যাসপেন আইডিয়াস ফেস্টিভাল-এ নাদেলা জানান 'এক্সেল' ছাড়া বিশ্বকে কল্পনা করা সম্ভব নয়, তথ্য ব্যবসা বাণিজ্য বিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার।

নাদেলা বলেন, "এমন একটি বিশ্বের কথা চিন্তা করুন যেখানে এক্সেল নেই, এটা আমার জন্য একেবারেই অসম্ভব।"

১৯৮৫ সালে প্রথমবারের মত অ্যাপলের ‘ম্যাকিনটস’ অপারেটিং সিস্টেমের জন্য উন্মোচন করা হয়। এসময় এটি ডেটা গ্রহণ এবং সংখ্যা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়ে আসছিলো। নাদেলা জানান এটি ব্যবসায়ের জন্য একটি নতুন পথ তৈরি করেছে।

"মানুষ আগে সংখ্যার ধারণা রাখতে পারত না, এখন সবাই পারে," বলেন নাদেলা।

নাদেলার মতে 'এক্সেল' মাইক্রোসফট মিশনের একটি নিখুঁত পণ্য। এটি মানুষের কাজকে সহজ এবং প্রমোদিত করেছে বলেও জানান তিনি।

"আমরা আগে একটি সফটওয়্যার প্রতিষ্ঠান", নাদেলা।

ওই অনুষ্ঠানে নাদেলা প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস-এর বিষয়েও কথা বলেন। মাইক্রোসফটের প্রথম পণ্য বাজারে আনতে গিয়ে গেটসকে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে, সে বিষয়টি তুলে ধরেন নাদেলা। তার ওই পণ্যটি প্রোগ্রামারদেরকে আরও ভালো কাজ করতে সাহায্য করেছে।