দ. কোরিয়ায় তদন্তের মুখে অ্যাপল

দক্ষিণ কোরিয়ার ফেয়ার ট্রেড কমিশন (এফটিসি) টেক জায়ান্ট অ্যাপলসংশ্লিষ্ট ‘কিছু বিষয়’ নিয়ে তদন্ত করছে।

জাকিয়া শবনম বৃষ্টিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2016, 01:22 PM
Updated : 29 June 2016, 01:22 PM

বেশি কিছু প্রকাশ না করে দেশটির অ্যান্টিকম্পিটিশন বডি'র প্রধান একটি সংসদীয় শুনানি চলাকালীন এমনটা বলেন বলে  জানিয়েছে রয়টার্স। 

মঙ্গলবার শুনানি চলাকালে, দক্ষিণ কোরীয় এক বিধানকর্তা প্রশ্ন উত্থাপন করলে এফটিসি'র চেয়ারম্যান জং জে-চেন তদন্ত সম্পর্কে সুনির্দিষ্ট কিছু মন্তব্য করতে চাননি।

দেশটির গণমাধ্যম এ মাসের শুরুতে জানিয়েছিল, এফটিসি মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে দ. কোরীয় মোবাইল টেলিকম কেরিয়ারগুলোর চুক্তি খুঁটিনাটি খতিয়ে দেখছে।

অ্যাপলকে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে চীনে এক নতুন নীতিমালার মুখে পড়ে অ্যাপলের ব্যবসায় প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু মে মাসে, অ্যাপল প্রধান টিম কুক চীন সফরে যাওয়ার পর অ্যাপলের জন্য নীতিমালা কিছুটা শিথিল করে দেশটি।