আসছে হোয়াটসঅ্যাপে আপডেট

হোয়াটসঅ্যাপ তাদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশনটি আপডেট করার পরিকল্পনা নিয়েছে। এই আপডেটের মাধ্যমে ব্যাবহারকারীরা সরাসরি গান শুনতে এবং শেয়ার করতে পারবেন।

মাহবুবর রহমান সুমনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 03:34 PM
Updated : 26 June 2016, 03:34 PM

জার্মানির মেসার্কফ ওয়েবসাইটে বলা হয়েছে, এটিই হোয়াটসঅ্যাপের সর্বশেষে সংস্করণ যাতে পরিচিতদের সঙ্গে সরাসরি গান শেয়ারিং ও শোনার জন্য নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে মোবাইল ডিভাইস থাকা গানের সঙ্গে অ্যাপল মিউজিকের গানগুলোও শেয়ার করা যাবে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

নতুন এই ফিচারে ব্যবহারকারীর শেয়ার করা গান প্রাপকের মিউজিক আইকনে পাঠানো হবে, যাতে স্পর্শ করলেই প্রাপক শুনতে পাবেন ব্যবহারকারীর শেয়ার করা গান। তাছাড়া নতুন এই ফিচারের সঙ্গে থাকছে পাবলিক গ্রুপ এবং ইমোজিতে বেশ কিছু পরিবর্তন। এখন যে কেউই একটি সংশ্লিষ্ট লিঙ্ক-এর মাধ্যমে একটি চ্যাটগ্রুপে যোগদান করতে পারবেন। আর পরিবর্তিত ইমোজিগুলো দেখতে হবে সাধারণের চেয়ে তিনগুন বড়।

বছরের শেষের দিকে অ্যাপলের আইওএস ১০-এর অপারেটিং সিস্টেম আপডেট-এর সঙ্গে নতুন এই ফিচার যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।