অ্যাপলের ১৫ পেটেন্ট, আঁচ করা যায় ভবিষ্যৎ

প্রতিষ্ঠার শুরু থেকেই টেক জায়ান্ট অ্যাপল তার ‘অসাধারণ উদ্ভাবনী ক্ষমতা’ দিয়ে মুগ্ধ করে আসছে গোটা প্রযুক্তি বিশ্বকে। আর অ্যাপলের বিস্ময়কর সব উদ্ভাবনের একটা বড় অংশই অবশ্য রয়ে যায় সাধারণ ব্যবহারকারীদের দৃষ্টির অগোচরে।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2016, 12:47 PM
Updated : 24 June 2016, 12:47 PM

২০১৫ সালে অ্যাপল আবেদন করেছে এবং তা অনুমোদিত হয়েছে এমন সব পেটেন্টের তালিকা প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস। এতে দেখা যায়, শুধু ২০১৫ সালেই প্রতিষ্ঠানটির ১,৯৩৮টি পেটেন্ট অনুমোদিত হয়।

কেমন হতে পারে আসলে অ্যাপল প্রযুক্তিতে গড়া ভবিষ্যৎ? এ প্রসঙ্গে ধারণা পেতে এক ঝলকে দেখে আসা যাক ২০১৫ সালে করা প্রতিষ্ঠানটির সবচেয়ে উল্লেখযোগ্য পেটেন্টগুলোর কয়েকটি।

১। চৌম্বক ধর্মের ওপর ভিত্তি করে তৈরি আলাদা করা যাবে এমন ইয়ারবাড- এর সাহায্যে সহজেই ইয়ারবাড তারযুক্ত বা তারবিহীন হিসেবে ব্যবহার করা যাবে।

উদ্ভাবক: জর্জ এস ফিনো

আবেদনের তারিখ: ২০১১

২। অটোকারেক্ট-এর ভুল সম্পর্কে বন্ধুদের অবহিত করার একটি ব্যবস্থা।

উদ্ভাবক: ক্রিস্টোফার হাইনস

আবেদনের তারিখ: জুলাই ৩১, ২০১৬

৩। গোটা ফোনজুড়ে ভাঁজ করা যাবে এমন ডিসপ্লে সম্বলিত ফোন।

উদ্ভাবক: আলেক্সান্ডার প্যানস।

আবেদনের তারিখ: নভেম্বর ১৭, ২০১৪

৪। কি-প্রেসে দেবে যাওয়ার পরিবর্তে বরং তা চিহ্নিত করতে সক্ষম এমন কি সম্বলিত নতুন একটি ল্যাপটপ কিবোর্ড।

উদ্ভাবক: জন মোরেল, রন হপকিনসন, পিটার আর্নল্ড, মিকাইল সিলভানতো, উইলিয়াম লেগেট

আবেদনের তারিখ: সেপ্টেম্বর ২৮, ২০১৫ 

৫। মাথার নড়াচড়া ও হাড়ের পরিবাহিতা ব্যবহার করে ইয়ারবাডের সাউন্ড কোয়ালিটি উন্নত করার একটি ব্যবস্থা।

উদ্ভাবক: সোরিন ডুসান, অ্যারাম লিন্ডল, এসগি অ্যান্ডারসন

আবেদনের তারিখ: মে ১৫, ২০১৩

৬। জরুরি 'লাইফ অ্যালার্ট' ব্যবস্থা হিসেবে অ্যাপল ওয়াচ ব্যবহারের একটি পদ্ধতি।

উদ্ভাবক: মার্থা হ্যানকি

আবেদনের তারিখ: সেপ্টেম্বর ৯, ২০১৫

৭। মাইক্রো-এলইডি প্যানেল। এই প্যানেলগুলো ব্রেসলেট বা হাতঘড়ি তৈরিতে ব্যবহার করা যাবে।

উদ্ভাবক: অ্যান্ড্রেস বিবল, সিন-হুয়া হু

আবেদনের তারিখ: ডিসেম্বর ২০১৪

৮। মোবাইলের জন্য ভাঁজ করা যায় এমন একটি লং-রেইঞ্জ লেন্স।

উদ্ভাবক: রোমিও মারকাডো

আবেদনের তারিখ: মে ৩০, ২০১৪

৯। কথা বলেই টিভি চ্যানেল খোঁজা বা বদলের ব্যবস্থা।

উদ্ভাবক: মার্সেল ভ্যান অজ, হ্যারি যে স্যাডলার, লিয়া টি ন্যাপোলিটানো, জোনাথন এইচ রাসেল, প্যাট্রিক এম লিসটার, রোহিত দাসারি

আবেদনের তারিখ: সেপ্টেম্বর ২৬, ২০১৪

১০। স্বয়ংক্রিয় গাড়ির জন্য নতুন ধরনের লেজার চিহ্নিতকরণ ব্যবস্থা (লিডার)।

উদ্ভাবক: জর্জ এস ফিনো

আবেদনের তারিখ: ২০১১

১১। একটির উপর অন্যটি বসিয়ে সাজিয়ে রাখা যাবে এমন প্লাগ ও চার্জার ব্যবস্থা।

উদ্ভাবক: ন্যাথান বশার, এরিক জোল, অ্যালবার্ট গলকো, জেফ্রি টারলিজ্জি, জাহান মিনু

আবেদনের তারিখ: সেপ্টেম্বর ২৯, ২০১৪

১২। অ্যাপল ওয়াচ ঘিরেই জড়িয়ে রাখা যাবে এমন ওয়াচ ব্যান্ড, যা একে ক্ষয়ক্ষতির হাত থেকে সুরক্ষা দেবে।

উদ্ভাবক: এরিক ডি জং

আবেদনের তারিখ: অগাস্ট ৩১, ২০১৫

১৪। পড়ে যাওয়া ডিভাইসের স্ক্রিনে ক্ষতি ঠেকাতে সক্ষম মোটরাইজড স্ক্রিন প্রোটেক্টর।

উদ্ভাবক: টাইসন ম্যানাল্যাং, স্টিফেন লিঞ্চ, এমেরি স্যানফোর্ড

আবেদনের তারিখ: এপ্রিল ১৮, ২০১৪

১৫। বর্ণিল প্রিন্ট করতে সক্ষম থ্রিডি-প্রিন্টার।

উদ্ভাবক: জফ্রি স্টল, হাওয়ার্ড মিলার

আবেদনের তারিখ: মে ৩০, ২০১৪