এবার চীনে তোপের মুখে উইন্ডোজ ১০

উইন্ডোজ ১০-এ আপগ্রেডে ব্যবহারকারীদের "উৎসাহিত" করতে মাইক্রোসফটের সাম্প্রতিক কৌশল নিয়ে এবার চীনা ব্যবহারকারীদের অভিযোগের সম্মুখীন হচ্ছে প্রতিষ্ঠানটি।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 07:09 PM
Updated : 31 May 2016, 07:09 PM

চীনা মাইক্রোব্লগ সাইট ওয়েইবো-এর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২০ কোটিরও বেশি সংখ্যক অভিযোগ জমা পড়েছে উইন্ডোজ ১০-এর বিরুদ্ধে। এর মধ্যে অনিচ্ছাকৃত আপডেটের কারণে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার কারণে লাখ লাখ ইয়েন ক্ষতির অভিযোগও রয়েছে।

এ ওয়েবসাইটে ব্যবহারকারীদের হতাশা ও ক্ষোভের মুখে পড়ে উইন্ডোজের পূর্ববর্তী সংস্করণগুলোতে ফিরে যাওয়ার ধাপগুলো বর্ণনা করতে বাধ্য হয় মাইক্রোসফট।

ইন্টারনেট সোসাইটি অফ চায়না-এর আইন উপদেষ্টা ঝাও ঝ্যানলিং দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া-কে বলেন, "প্রতিষ্ঠানটি বাজারে এর প্রভাবের অপব্যবহারের মাধ্যমে বাজারের সুস্থতা নষ্ট করেছে।"

উইন্ডোজ ১০-এ আপগ্রেডে বাধ্য করার মাধ্যমে মাইক্রোসফট ব্যবহারকারীদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়াও "অনিচ্ছাকৃত" আপগ্রেড থেকে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে মুনাফা অর্জনের চেষ্টা করতে পারে বলেও জানান তিনি।

তবে সমালোচকদের তোপের মুখে থাকা প্রতিষ্ঠানটি অবশ্য এসব অভিযোগের কোনো জবাব দেয়নি।

বিবিসি জানায়, এ সপ্তাহের শুরুতে মাইক্রোসফট উইন্ডোজ ১০-এ আপগ্রেডের পপ-আপ বক্সের আচরণে পরিবর্তন আনায় ব্যাপক সমালোচনার শিকার হয়। এতে এই বক্সের উপরের দিকে ডান কোণায় থাকা "x"-এ ক্লিক করলে স্বাভাবিকের মতো আপগ্রেড বন্ধ হয়ে যাওয়ার পরিবর্তে শেডিউলড আপগ্রেড শুরু হয়ে যায়। একে মাইক্রোসফটের পক্ষ থেকে "নোংরা চাল" বলে আখ্যা দিয়েছেন অনেকেই। পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে পরবর্তী আপডেটে এ ব্যবস্থা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।