মেসেজিং অ্যাপে ইরানের নিষেধাজ্ঞা

মেসেজিং অ্যাপগুলোর জন্য এদের ইরানি ব্যবহারকারীদের তথ্য ইরানের বাইরে পাঠানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আদালত।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 11:36 AM
Updated : 31 May 2016, 11:36 AM

রবিবারের এই রায় দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর 'নির্দেশনা ও বিবেচনা' অনুসারেই হয়েছে বলে দেশটির সুপ্রিম কাউন্সিল অফ সাইবারস্পেস-এর বরাতে জানায় স্থানীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, "বিদেশি মেসেজিং প্রতিষ্ঠানগুলো এ দেশে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে চাইলে ইরানি নাগরিকদের সংশ্লিষ্ট সব তথ্য ও কার্যক্রম এ দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে বাধ্য থাকবে।"

রয়টার্স জানায়, এ রায় অনুযায়ী মেসেজিং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সমন্বিত করতে এক বছরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এসব নিয়মনীতি মেসেজিং অ্যাপগুলো বিশেষত টেলিগ্রাম-এর উপর লক্ষণীয় প্রভাব ফেলবে বলে ধারণা করছে মার্কিন সংবাদ সাইট ভার্জ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, শক্তিশালী এনক্রিপশন ব্যবস্থার কারণে ইরানে বিশেষভাবে জনপ্রিয় এই অ্যাপটি দেশটির দুই কোটিরও বেশি নাগরিক ব্যবহার করে থাকেন। এ ছাড়াও টেলিগ্রাম-এর ২০ শতাংশেরও বেশি ব্যবহারকারী ইরানভিত্তিক বলে জানায় প্রতিষ্ঠানটি।

ইরানের ভেতরে ইন্টারনেটে কড়া নজরদারির অংশ হিসেবে 'বিতর্কিত' বিষয়গুলো সেন্সর করার পাশাপাশি ফেইসবুক ও টুইটারের মতো ওয়েবসাইটগুলোতে প্রবেশাধিকার নিষিদ্ধ এবং সামাজিক মাধ্যমগুলোয় ইরানি নাগরিকদের কর্মকাণ্ডে নজর রাখা অব্যাহত রেখেছে দেশটির সরকার।