ভিআর স্ক্রিন দেখালো স্যামসাং

ভার্চুয়াল রিয়ালিটি যে স্মার্টফোনের ধরনকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আর সামনের দিন যে ভার্চুয়াল রিয়ালিটি-এরই, তা অনুধাবন করে নতুন এক স্মার্টফোন ডিসপ্লে প্রদর্শন করে দক্ষিণ কোরীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 03:46 PM
Updated : 28 May 2016, 03:46 PM

এই ডিসপ্লে সম্ভবত ভবিষ্যৎ কোনো স্যামসাং স্মার্টফোনের জন্য বানানো হয়েছে বলে মত দিয়েছে মার্কিন সংবাদ সাইট ভার্জ।

৫.৫ ইঞ্চি প্যানেলের এই ডিসপ্লের রেজিউলিউশন ৩৮৪০*২১৬০ পিক্সেল। এর ফলে এটি একটি ৪কে শ্রেণির স্ক্রিন হয়ে উঠেছে। 

ফোন আকৃতির স্ক্রিনের জন্য প্রথম ৪কে রেজিউলিশনের স্ক্রিন নির্মাতাদের কাছ থেকে স্যামসাং অনেক দূরে অবস্থান করছে। জাপানি প্রতিষ্ঠান সনি ২০১৫ সালে এমন ডিসপ্লেযুক্ত জেড৫ প্রিমিয়াম বের করে। 

সেই সঙ্গে স্যামসাং 'বায়ো ব্লু' নামের একটি ডিসপ্লে প্রদর্শন করেছে। এট প্রতিষ্ঠানের নিজস্ব এএমওএলইডি স্ক্রিনের চেয়ে কম নীল আলো নিঃসরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

সামনে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭-এর সঙ্গে কি তাহলে এই নতুন ভিআর স্ক্রিন আনতে যাচ্ছে? এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছে সাইটটি।