অ্যাপল ওয়াচে উইন্ডোজ ৯৫

বর্তমানে পরিধানযোগ্য প্রযুক্তি ৯০-এর ব্যবহৃত অনেক ডেস্কটপ কম্পিউটারের চেয়েও অনেক বেশি শক্তিশালী।

মোস্তফা মিনহাজ উদ্দিনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 04:30 PM
Updated : 5 May 2016, 04:30 PM

প্রযুক্তির এই অগ্রগতি কতদূর এসেছে তা যাচাই করতে নিউ ইয়র্কের একটি পণ্য নকশা করার স্টুডিও'র প্রধান প্রযুক্তি কর্মকর্তা নিক লি একটি অ্যাপল ঘড়িতে উইন্ডোজ ৯৫ (Windows 95) অপারেটিং সিস্টেম স্থাপন করার সিদ্ধান্ত নেন। তিনি জানান, অ্যাপলের স্মার্টওয়াচে এখন পর্যন্ত বানানো সবচেয়ে 'প্রশংসনীয়' অপারেটিং সিস্টেম রেডমন্ড চালানো যাবে বলেও তিনি আত্মবিশ্বাসী ছিলেন।

তিনি একটি ব্লগিং প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে কীভাবে এবং কেন তিনি এরকম সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে বর্ণনা করেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। 

নিক লি বলেন, “আমার জন্ম ৯০-এর দশকে। আমার পরিবারে কেনা প্রথম কম্পিউটার ছিল ৩ হাজার মার্কিন ডলার দামের উইন্ডোজ ৯৫ সম্বলিত ৩শ’ মেগাহার্টজ এবং ২শ’ ৫৬ মেগাবাইট র‌্যামসম্পন্ন। এর সঙ্গে ‘বস্টন অ্যাকুস্টিক’ স্পিকার ছিল।”

নিক বিস্তারিত বর্ণনায় জানান, সিস্টেম চালু করার জন্য কীভাবে তিনি অ্যাপলের সফটওয়্যার উন্নতকরণ কিট ‘ওয়াচকিট এসডিকে’-এর মধ্যে পরিবর্তন করেন। এর সাহায্যেই তিনি উইন্ডোজ ৯৫-কে অ্যাপল ওয়াচ-এর মধ্যে চালু করেন।