হেরে গেল অ্যাপল, 'আইফোন' এখন 'হাতব্যাগ'

চীনে ট্রেডমার্ক নিয়ে এক লড়াইয়ে হেরে গিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এর মানে হচ্ছে চামড়ার হাতব্যাগ এবং অন্যান্য চামড়াজাত পণ্য বিক্রেতা একটি প্রতিষ্ঠান ‘আইফোন’ নামটি ব্যবহার করতে পারবে।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 01:55 PM
Updated : 5 May 2016, 01:55 PM

চীনের রাজধানী বেইজিংয়ে মিউনিসিপাল হাই পিপল'স কোর্ট শিংতং তিয়ান্দি টেকনোলজি নামের প্রতিষ্ঠানটির পক্ষে এই রায় দিয়েছে বলে জানায় ‘লিগ্যাল ডেইলি’ নামের একটি চীনা রাষ্ট্রায়ত্ত দৈনিক।

২০১০ সালে চীনা প্রতিষ্ঠানটি 'আইফোন' নামে তাদের চামড়াজাত পণ্যের ট্রেডমার্ক করায় বলে জানিয়েছে বিবিসি।

অ্যাপল ২০০২ সালে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীর জন্য ট্রেডমার্ক চেয়ে আবেদন করেছিল। কিন্তু ২০১৩ সাল পর্যন্ত তা অনুমোদিত হয়নি।

চীনা প্রতিষ্ঠানটি 'আইফোন' ব্র্যান্ড নামের সঙ্গে নিবন্ধিত ট্রেডমার্কের চিহ্ন 'আর' ব্যবহার করে তাদের হাতব্যাগ, মোবাইল ফোন কেইস আর অন্যান্য চামড়াজাত পণ্য বিক্রি করছে।

অ্যাপল ২০১২ সালে প্রথম চীনা ট্রেডমার্ক কর্তৃপক্ষের কাছে ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে  মামলা দায়ের করে। পরে এই মামলায় ব্যর্থ হওয়ার পর অ্যাপল বেইজিংয়ের নিম্ন আদালতে আর একটি মামলা দায়ের করে।

মামলার ফলাফল অ্যাপলের বিরুদ্ধে চলে গেলে, মার্কিন প্রযুক্তি নির্মাতারা চলে যান বেইজিংয়ের উচ্চ আদালতে।

অ্যাপল প্রথম চীনে তাদের পণ্য বিক্রি করতে যায় ২০০৯ সালে। কিন্তু ২০০৭ সালেই চীনা প্রতিষ্ঠানটি তাদের ট্রেডমার্কের আবেদনটি জমা দিয়েছিল।