'ম্যাজিক রেকস' বন্ধ করছে টুইটার

টুইটারে জনপ্রিয় অ্যাকাউন্টগুলো সম্পর্কে ব্যবহারকারীদের কাছে পুশ নোটিফিকেশন পাঠানো অ্যাকাউন্ট ম্যাজিক রেকস বন্ধ করে দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ইফতেখার আহমেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2016, 06:42 PM
Updated : 2 May 2016, 06:42 PM

তবে টুইটার কী কারণে এ অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলো তা পরিষ্কার নয়। তবে এর অনেক ফিচারকেই পুশ নোটিফিকেশনে অন্তর্ভুক্ত করে ফেলার কারণেই এই অ্যাকাউন্টের আর প্রয়োজন নেই বলে ইন্ডিপেনডেন্ট সূত্রে খবর পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একজন মুখপাত্র জানান, "@ম্যাজিক রেকস সরাসরি মেসেজের মাধ্যমে নিয়মিতভাবে আর রিকমেন্ডেশন পাঠাচ্ছে না। আগে যেসব রিকমেন্ডেশন সরাসরি মেসেজের মাধ্যমে পাঠানো হতো, তা এখন পুশ নোটিফিকেশনের সাহায্যেই পাঠানো হচ্ছে।"

তবে ফোনে কিছু নোটিফিকেশন চালুর ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের উৎসাহিত করবে বলে ধারণা করছে ইন্ডিপেনডেন্ট। এতে টুইটার ঘন ঘন ব্যবহারের মধ্য দিয়ে একটি সংবাদবাহী অ্যাপে পরিণত হতে পারে।

ইন্ডিপেনডেন্ট জানায়, ২০১৩ সালে টুইটারে ম্যাজিক রেকস অ্যাকাউন্টটির উদ্ভব ঘটে। একই বছরের শেষদিক থেকে এটি ব্যবহারকারীদের ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে বার্তা পাঠিয়ে আসছে।

'ম্যাজিক রেকস' ছাড়াও 'ইভেন্ট প্যারট' নামে একই ধরনের আরেকটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।