রোবটের সঙ্গে ডেট করবে এক চতুর্থাংশ

ভবিষ্যতে, যুক্তরাজ্যের প্রতি চার জন কমবয়সী মানুষের মধ্যে একজন কোনো রোবটের সঙ্গে 'ডেট' করবে, নতুন এক গবেষণায় এমনটাই জানা গেছে।

জাকিয়া শবনম বৃষ্টিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2016, 01:54 PM
Updated : 29 April 2016, 01:54 PM

১৮ থেকে ৩৪ বছর বয়সীদের উপর চালানো এই সমীক্ষা অনুযায়ী, তাদের অ্যান্ড্রয়েড প্রণয়টি অবশ্যই তাদের ‘পারফেক্ট ম্যাচ’ হবে, আর এটি দেখতে একজন মানুষের মতই হবে।

রোবটের সঙ্গে ডেটে যেতে চাওয়া ব্রিটিশ প্রাপ্তবয়স্কদের সংখ্যার থেকে কম বয়সীদের সংখ্যা অনেক বেশি। পুরো ব্রিটিশ জনসংখ্যার প্রাপ্ত বয়স্কদের মধ্যে ১৭ শতাংশ রোবটের সঙ্গে ডেটে যেতে ইচ্ছুক।

ইস্ট ডেটা লন্ডন ডিজাইন ইউনিট-এর ক্রিয়েটিভ ডিরেক্টর ঘিসলেইন বডিংটন বলেন, “প্রযুক্তি আর সামাজিক পরিবর্তনের কল্যাণে আমাদের শরীর, আমাদের পরিচয় আর আমাদের অনুভূতিতে বর্ধন ঘটছে।”

“ভালোবাসা আর আবেগ শারিরীক থেকে ভার্চুয়াল পর্যায় নিয়ে গিয়ে অন্তরঙ্গগতা তার সীমানা বৃদ্ধি করছে”, এমনটাই মন্তব্য তার।