টুইটে ‘কোকেইন আসক্ত’ বলায় মামলা

'কোকেইন আসক্ত' ডাকার কারণে, এক টুইটার ব্যবহারকারীর বিরুদ্ধে কোটি ডলার মূল্যের মানহানি মামলা করতে পারবেন অভিনেতা জেমস উডস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 01:01 PM
Updated : 14 Feb 2016, 01:01 PM

উড যে এই মামলা জিততে পারবেন, সে বিষয়ে তিনি পর্যাপ্ত প্রমাণ প্রতিষ্ঠা করেছেন বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস উচ্চ আদালতের একজন বিচারক।

সিএনএন জানিয়েছে, ২০১৫ সালের ১৫ জুলাই উডস আর ওই টুইটার ব্যবহারকারীর মধ্যে এই বিবাদ শুরু হয়। সে সময় উডসের করা এক টুইটে জবাব দিতে গিয়ে তাকে ‘কোকেইন আসক্ত’ বলে ডাকেন ওই টুইটার ব্যবহারকারী। শুধু তাই নয়, সেই সঙ্গে উডস-কে ‘অকর্মণ্য’ আর ‘ভাড়’ বলেও ডাকেন তিনি।

চলতি মাসের শুরুতে, এই মামলা আপাতত খারিজের আদেশ দেন এক বিচারক। তবে, পরবর্তীতে আবে লিস্ট নামের ওই টুইট ব্যবহারকারী বাস্তবিক অর্থেই এমন মন্তব্য করেছেন বলে দাবি করেন উডস। কিন্তু ‘কোকেইন আসক্ত’ ডাকার বিষয়টিকে ‘ঠাট্টা’ হিসেবে উল্লেখ করেন লিস্টের আইনজীবী।

টুইটার এখনও আবে লিস্ট নামধারী ওই ব্যবহারকারীর পরিচয় প্রকাশ করেনি। কিন্তু আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত এই তথ্যদানে রাজিও নয় টুইটার। তবে, লিস্টের আইনজীবী তাদের আবেদনে হেরে গেলে, তার পরিচয় প্রকাশ করতেই হবে মাইক্রোব্লগিং সাইটটিকে।

বর্তমানে, ওই ব্যাক্তির অ্যাকাউন্টটি প্রকাশ্য অবস্থা থেকে ব্লক করে রাখা হয়েছে।