দায় ‘ভিটেক’-কেই নিতে হবে

ভবিষ্যতে সাইবার আক্রমণের শিকার হলে নতুন শর্তাবলী দিয়ে তার দায় এড়াতে পারবে না শিশুপণ্য নির্মাতা ভিটেক--জানিয়েছেন গ্রাহক ডেটা বিষয়ে ব্রিটিশ নীতিনির্ধারকরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2016, 05:45 PM
Updated : 12 Feb 2016, 05:45 PM

ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে নিজেদের শর্তাবলীতে পরিবর্তন এনেছে ভিটেক। নতুন পরিবর্তনে বলা হয়েছে, গ্রাহকদের প্রতিষ্ঠানটির সেবা গ্রহনের ক্ষেত্রে গ্রাহকদেরই যাবতীয় ঝুঁকির জন্য দায়বদ্ধ থাকবেন, ভিটেক নয়।

ওই পরিবর্তনের পর ব্যাপক সমালোচনার মুখে পরেছে প্রতিষ্ঠানটি। ভিটেক-কে বয়কট করার আহ্বানও জানিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকদের কেউ কেউ। এমন পরিস্থিতিতে খেলনাসহ বিভিন্ন শিশুপণ্যের খুচরা বিক্রেতারা পরবর্তী পদক্ষেপ নিয়ে হংকংভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছে বিবিসি।

গেল বছর সাইবার আক্রমণের শিকার হয়েছিল ভিটেক। ৬৩ লাখ শিশুর নাম-পরিচয় এবং ৪৮ লাখ শিশুর আরও ব্যক্তিগত ডেটা চুরি হয়ে যায় ওই ঘটনায়।

আইনী জটিলতা এড়ানোর জন্যই নিজেদের শর্তাবলীতে ওই পরিবর্তন আনা হয়েছে বলে বিবিসিকে নিশ্চিত করেছে ভিটেক।

ভিটেক-এর এই পদক্ষেপ মোটেই সমর্থন করছে না যুক্তরাজ্যের ‘ইনফর্মেণ কমিশনার্স অফিস’। “এ ব্যাপারে আইন পরিষ্কার যে, যেসব প্রতিষ্ঠান গ্রাহকদের ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করবে, ওই ডেটার নিরাপত্তা দায়িত্ব তাদেরই নিতে হবে।”

ইউরোপের অন্য দেশগুলোর ক্ষেত্রেও ভিটেক এভাবে দায় এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন এক ডেটা নিরাপত্তা বিশেষজ্ঞ।