ইউরোপ জুড়ে ‘রাইট টু বি ফরগটেন’

ইউরোপ থেকে ব্যবহৃত সার্চ ইঞ্জিনের সবগুলো সংস্করণে ‘রাইট টু বি ফরগটেন’ আইনের অধীনে মুছে দেওয়া সব কনটেন্ট ‘হাইড’ করে রাখবে ওয়েব জায়ান্ট গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 10:55 AM
Updated : 11 Feb 2016, 10:55 AM

‘রাইট টু বি ফরগটেন’ আইনের অধীনে ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকরা সার্চ ইঞ্জিন থেকে তাদের যাবতীয় তথ্য মুছে দেওয়ার জন্য বলতে পারেন গুগলকে। গুগলের নতুন পদক্ষেপে মুছে দেওয়া কনটেন্টগুলো গুগলের সার্চ ইঞ্জিনের কোনো সংস্করণেই আসবে না আর।

ইউরোপিয়ান ইউনিয়নের প্রাইভেসিবিষয়ক নীতিনির্ধারকরা গুগলকে এমন পদক্ষেপ নিতে বলেছিল আগেই।

এতদিন ‘রাইট টু বি ফরগটেন’ আইনের অধীনে গুগল সার্চ ইঞ্জিনের ইউরোপিয়ান সংস্করণ, যেমন ‘google.co.uk’ অথবা ‘google.fr’-থেকে কনটেন্ট মুছে দেওয়া হত। তবে এখন ইউরোপিয়ান আইপি অ্যাড্রেস ব্যবহৃত হচ্ছে এমন সব সার্চ রেজাল্টে ওই কনটেন্ট লুকিয়ে রাখবে গুগল।

ইউরোপের জন্য ‘হাইড’ করে রাখা হলেও, মহাদেশটির বাইরের ব্যবহারকারীদের জন্য আড়ের মতোই উন্মুক্ত থাকবে ওই কনটেন্টগুলো।

অন্যদিকে ইউরোপিয়ান সাইটের মতো গ্লোবাল সাইবটগুলো থেকে কনটেন্ট না সড়ালে গুগলকে বড় অংকের জরিমানা করার হুমকি দিয়েছে গ্রাহক ডেটা বিষয়ে ফ্রান্সের নীতিনির্ধারক কর্তৃপক্ষ সিএনআইএল।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে গুগলের সার্চ ইঞ্জিনে এই পরিবর্তন কার্যকর করা হবে বলে জানিয়েছে বিবিসি।