অ্যালফাবেটের শেয়ার পেলেন পিচাই

সর্বোচ্চ পরিমাণে স্টক নিয়ে রেকর্ড গড়েছেন মার্কিন টেক জায়ান্ট গুগলের সিইও সুন্দার পিচাই। পুরস্কারস্বরূপ তাকে ১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার মূল্যের শেয়ার দিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।

ফুয়াদ তানভীর অমিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 03:12 PM
Updated : 9 Feb 2016, 03:12 PM

চলতি বছর ৩ ফেব্রুয়ারি গুগল স্টকের ক্লাস-সি ইউনিটের ২ লাখ ৭৩ হাজার ৩শ' ২৮টি শেয়ার পেয়েছেন তিনি। ওইদিন শেয়ারবাজার শেষে হওয়ার সময়ের হিসাব অনুযায়ী এর মূল্য দাঁড়ায় ১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

ওইদিনই ৭৮৬.২৮ মার্কিন ডলার মূল্যের ৩৭৫টি ক্লাস-এ শেয়ার বিক্রি করেন পিচাই। এছাড়াও ৭৬৮.৮৪ ডলার মূল্যের ৩,৬২৫টি ক্লাস-সি শেয়ার বিক্রি করেন তিনি। ওইদিনের লেনদেন হিসাবের উপর ভিত্তি করেই তার শেয়ারের মুল্য প্রকাশ করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

১৯৭২ সালের ভারতের তামিল নাড়ুতে জন্ম নেন পিচাই। ২০০৪ সালে গুগলে যোগদান করেন তিনি।

২০১৫ সালের ২০ অগাস্ট তাকে গুগলের প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পণ্য প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন।