হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে ২৫৬!

গ্রুপ চ্যাটে অংশগ্রহনকারীর সর্বোচ্চ সংখ্যা ১শ’ থেকে বাড়িয়ে ২৫৬ করেছে হোয়াটসঅ্যাপ। ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটির ডেভেলপাররা অংশগ্রহনকারীর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে ‘২৫৬’ সংখ্যাটি কেন বেছে নিলেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 03:27 PM
Updated : 6 Feb 2016, 03:27 PM

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যেসব ব্যবহারকারীর জন্য ১শ’ জন যথেষ্ট ছিল না, তাদের জন্য এই খবর আনন্দের বৈকি!

বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুদের সঙ্গে ‘প্রাইভেট চ্যাট’-এর জন্যই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। গ্রুপ হিসেবে চ্যাট করলেও তাতে অংশগ্রহনকারীর সংখ্যা সাধারণত হাতে গোনার মতোই হয়। তবে প্রকাশক আর ব্যবসা প্রতিষ্ঠানের মতো ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি কাজে আসতে পারে বলে মন্তব্য করেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি সর্বপ্রথম চিহ্নিত করে এনডিটিভি। অ্যান্ড্রয়েড ও আইওএস, উভয় সংস্করণের ব্যবহারকারীরাই নতুন ফিচারটি ব্যবহার করতে পারছেন।

নতুন ফিচারটির জন্য উইন্ডোজ এবং ব্ল্যাকবেরি স্মার্টফোন ব্যবহারকারীদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিলেতি দৈনিকটি।

ফেইসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা এখন ১শ’ কোটিরও বেশি। প্রতিদিন ৪ হাজার ২শ’ কোটি মেসেজ, ১৬০ কোটি ছবি আর ২৫ কোটি ভিডিও আদান প্রদান করেন অ্যাপটির ব্যবহারকারীরা।