মহাকাশ থেকে ‘রং নাম্বার’

মহাকাশ থেকে পৃথিবীতে থাকা প্রিয়জনদের কাছে ফোন করতে চেয়েছিলেন ব্রিটিশ নভোচারী টিম পিক। কে জানতো, নাম্বার চাপার সময় ভুল করে বসবেন জটিল সব যন্ত্রপাতি নাড়াচাড়া করে যার অভ্যাস সেই নভোচারী। ফলাফল, পিকের ভুলে ভড়কে গেছেন পৃথিবীর কোনো এক নারী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2015, 04:18 PM
Updated : 27 Dec 2015, 06:40 AM

পিক নিজের বাড়িতেই ফোন করার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে সিএনএন। ‘হ্যালো, এটা কি পৃথিবী?’—পিকের শুরুটা নাকি ছিল এমন। বেচারা হয়তো ভেবেছিলেন বাড়ির সবার সঙ্গে একটু ভাল-মন্দ কথা বলবেন। এখন উল্টো নিজেই যেন রশিকতার পাত্র বনে গেছেন বেচারা।

ফোনটি ধরেছিলেন এক নারী। নিজের ভুল বোঝার পর অবশ্য টুইট করে ওই নারীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন টিম পিক।

“আমি ওই নারীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাকে আমি মাত্র ভুল করে ফোন করে বলেছি, ‘হ্যালো, এটা কি পৃথিবী?’। ফোনটা কেউ আপনাকে রশিকতা করে করেনি, কেবল ভুল নম্বর ছিল ওটা।”—এভাবেই টুইট করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পিক।

পিকের বক্তব্য অনুযায়ী, পৃথিবীর কোনো এক প্রান্তের কোনো এক নারীর কাছে চলে গিয়েছিল মহাকাশের ফোন কল। বেচারী হয়তো ভেবেছেন কেউ নেহাতই রশিকতা করছে তার সঙ্গে, ত্যক্ত-বিরক্ত হলেও দোষ দেওয়া যাবে না তাকে। হাজার হোক অপরিচিত নাম্বার থেকে ফোন করে, এটা পৃথিবীর নাম্বার কী না জানতে চাইছে, এমন অভিজ্ঞতা বা কজনেরই হয়!