খোঁজাখুঁজিতে ২০১৫

২০১৫ জুড়ে যুক্তরাজ্যের ব্যবহারকারীরা যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশিবার ওয়েব সার্চ করেছেন, বার্ষিক প্রতিবেদনে সেই ‘সার্চ টার্মগুলোর’ এক তালিকা প্রকাশ করেছে গুগল। আর সেই তালিকা অনুযায়ী, চলতি বছরে দেশটির নাগরিকরা সবচেয়ে বেশিবার গুগল সার্চ করেছেন ‘সিলা ব্ল্যাক’ লিখে। পয়লা অগাস্ট মারা যান ৭২ বছর বয়সী ওই টেলিভিশন তারকা।

তরিক হাসনাতবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2015, 12:59 PM
Updated : 17 Dec 2015, 01:16 PM

সিলা ব্ল্যাকের পর যুক্তরাজ্যের নাগরিকরা সবচেয়ে বেশি ওয়েব সার্চ করেছেন ব্রিটিশ লেখিকা লেডি কলিন ক্যাম্পবেল-কে নিয়ে।

যুক্তরাজ্যের নাগরিকরা বছর জুড়ে সবচেয়ে বেশি অনুসন্ধান চালিয়েছেন যে বিষয়গুলো নিয়ে তার ‘টপ টেন’ তালিকার একদম শেষে আছে ফ্রেঞ্চ ম্যাগাজিন শার্লি এবদো।

২০১৪ সালে অতটা জনপ্রিয় ছিল না, কিন্তু ২০১৫ সালে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন শব্দেরও তালিকা বের করেছে ওয়েব জায়ান্ট গুগল। এ তালিকায় স্থান পেয়েছে ‘ফেইসবুক’, ‘ইন্টারনেট ব্যাংকিং’ আর ‘ওয়েদার ফোরকাস্ট’-এর মতো শব্দগুলো।

যুক্তরাজ্যে গুগল ব্যবহারকারীদের অনুসন্ধানের সেরা দশ-

১. সিলা ব্ল্যাক

২. লেডি কলিন ক্যাম্পবেল

৩. রাগবি ওয়ার্ল্ডকাপ (সেপ্টেম্বর – অক্টোবরে স্থান দখল করে)

৪. জেরেমি ক্লার্কসন

৫. প্যারিস (নভেম্বরের জঙ্গি হামলা হওয়ায়)

৬. আইফোন ৬এস

৭. গ্র্যান্ড ন্যাশনাল ২০১৫

৮. জুরাসিক ওয়ার্ল্ড

৯. যুক্তরাজ্যের নির্বাচনী ফলাফল

১০. শার্লি এবদো

এছাড়াও রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশিবার গুগল সার্চ করা হয়েছে লেবার পার্টির জেরেমি কোরবিন-এর নাম লিখে। ‘হাও টু’ লিখে শুরু করা অনুসন্ধানের মধ্যে শীর্ষে ছিল ‘হাও টু লুজ বেলি ফ্যাট’। আর ‘হু ইজ’ লিখে শুরু করা অনুসন্ধানের মধ্যে ছিল শীর্ষে ছিল ‘হু ইজ লুসি দ্যা অস্ট্রালোপিথেকাস’।