গেটসের পদক্ষেপে হাত মেলালেন যারা

প্যারিস সম্মেলনে জলবায়ু পরিবর্তন নিয়ে নিজের নতুন তহবিল ঘোষণা করেছেন মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 02:25 PM
Updated : 1 Dec 2015, 02:25 PM

নতুন ওই তহবিল গঠনে ৩০ জন বিনিয়োগকারী স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। কার্বন নিঃসরণ ঠেকাতে ‘সবার জন্য সহজলভ্য, নির্ভরযোগ্য শক্তি’ সরবরাহে নতুন স্টার্ট-আপগুলোর জন্য অর্থ সহায়তা দেবেন তারা।  

এই তহবিলে স্বাক্ষর করেছেন অনেক শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহী আর বিনিয়োগকারীরা। নিচে তাদের একটি তালিকা তুলে ধরা হল-

প্রযুক্তি নির্বাহী

•      মার্ক বেনিওফ-- প্রধান নির্বাহী, সেইলসফোর্স ডটকম

•      জেফ বেজোস-- প্রধান নির্বাহী, আমাজন

•      রেইড হফম্যান-- প্রতিষ্ঠাতা, লিংকডইন

•      জ্যাক মা-- চেয়ারম্যান, আলিবাবা গ্রুপ

•      প্যাট্রিস মোটসেপ-- চেয়ারম্যান, আফ্রিকান রেইনবো মিনারেলস

•      জেভিয়ার নিল-- লিয়াড গ্রুপ প্রতিষ্ঠাতা

•      হ্যাসো প্ল্যাটনার-- চেয়ারম্যান, এসএপি

•      মাসাইয়োশি শন-- প্রধান নির্বাহী, সফটব্যাংক গ্রুপ

•      রতন টাটা-- চেয়ারম্যান এমিরেটাস, টাটা সন্স

•      মেগ হুইটম্যান-- প্রধান নির্বাহী, হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ

•      মার্ক জাকারবার্গ-- প্রধান নির্বাহী, ফেইসবুক

 

বিনিয়োগকারী-

•      মুকেশ আম্বানি-- চেয়ারম্যান, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড

•      জন আরনল্ড-- কো-চেয়ার, লরা আর জন আরনল্ড ফাউন্ডেশন

•      প্রিন্স আলওয়ালিদ বিন তালাল-- চেয়ারম্যান, আলওয়ালিদ ফিল্যানথ্রোপিস

•      রিচার্ড ব্র্যানসন-- প্রতিষ্ঠাতা, ভার্জিন গ্রুপ

•      প্রিসিলা চ্যান-- প্রধান নির্বাহী, প্রাইমারি স্কুল

•      রে ড্যালিও-- প্রতিষ্ঠাতা, ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস

•      আলিকো ড্যানগোট-- প্রধান নির্বাহী, ড্যানগোট গ্রুপ

•      জন ডোর-- জেনারেল পার্টনার, ক্লেইনার পারকিনস

•      ক্রিস হন-- প্রতিষ্ঠাতা, দ্যা চিলড্রেনস ইনভেস্টমেন্ট ফান্ড

•      ভিনোদ খোসলা-- প্রতিষ্ঠাতা, খোসলা ভেঞ্চারস

•      জুলিয়ান রবার্টসন-- চেয়ারম্যান, টাইগার ম্যানেজমেন্ট

•      নিল শেন-- ম্যানেজিং পার্টনার, সেকুওইয়া ক্যাপিটাল চায়না

•      ন্যাট সিমন্স-- সহ-প্রতিষ্ঠাতা, প্রিলিউড ভেঞ্চারস

•      লরা ব্যাক্সটার-সিমন্স-- সহ-প্রতিষ্ঠাতা, প্রিলিউড ভেঞ্চারস

•      জর্জ সরস-- চেয়ারম্যান, সরস ফান্ড ম্যানেজমেন্ট

•      প্যান শিয়ি-- চেয়ারম্যান, সোহো চায়না

•      ঝ্যাং জিন-- প্রধান নির্বাহী, সোহো চায়না

প্রতিষ্ঠান-

•      দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া

•      অফিস অফ চিফ ইনভেস্টমেন্ট অফিসার ইউনাইটেড স্টেটস

নতুন তহবিল প্রসঙ্গে গেটস বলেন, “ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলো শেষ পর্যন্ত এই ‘এনার্জি ব্রেকথ্রু’ আনবে, কিন্তু তাদের কাজ মৌলিক গবেষণার উপর নির্ভর করবে, যার জন্য শুধু সরকারই তহবিল দিতে পারবে।”

তিনি আরও বলেন, “মানুষকে দারিদ্রতার হাত থেকে বাঁচিয়ে স্বনির্ভর করতে এটি সাহায্য করবে। আর এটি শক্তির মূল্য স্থির করবে, আর যেহেতু আরও মানুষ তাদের দৈনন্দিন জীবনে এর উপর নির্ভর করবে তাই এটি বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব রাখবে।”