রাশিয়ার ‘পারমাণবিক’ ডেটা সেন্টার!

পারমাণবিক শক্তিচালিত ডেটা সেন্টার বানানোর পরিকল্পনা করছে রাশিয়া। দেশটির সর্ববৃহৎ এই ডেটা সেন্টার বানাতে খরচ হবে শত কোটি ডলার।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2015, 07:38 PM
Updated : 28 Nov 2015, 07:38 PM

স্কাই নিউজ জানিয়েছে, রাজধানী মস্কো থেকে ১শ’ ২০ মাইল দূরের কালিনিন পাওয়ার স্টেশন থেকে এই ডেটা সেন্টারের ১০ হাজার সার্ভারের জন্য প্রয়োজনীয় ৮০ মেগাওয়াট শক্তি সরবরাহ করা হবে।

ডেটা সেন্টারের উদ্যোক্তা প্রতিষ্ঠান রোসেনারগাটম আশা করছে নতুন প্রবর্তিত একটি বিশেষ আইনের সুবিধা পাবে এই সেন্টারটি। সম্প্রতি রাশিয়া আইন করেছে যে কোনো অনলাইন সেবায় দেশের নাগরিকদের ডেটা দেশের মাটিতেই রাখতে হবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ৩৩টি রিঅ্যাকটরের সঙ্গে ১০টি পারমানবিক পাওয়ার প্লান্ট পরিচালনা করে। ২০৩০ সালের মধ্যে রিঅ্যাকটর সংখ্যা ৫৯ করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

ডেটা সেন্টারের ১০ শতাংশ জায়গা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসেনারগাটম নিজের জন্য রেখে দেবে। বাকি অংশ থাকবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য।

চলতি বছর সেপ্টেম্বরে রাশিয়ান নাগরিকদের ডেটা রাশিয়ার মাটিতেই রাখার জন্য বাধ্যবাধকতা দিয়ে ওই আইন প্রণয়ন করে। 

এই ডেটা সেন্টার বানানোর প্রথম ধাপ শুরু হবে ২০১৭ সালের মার্চে। আর ২০১৮ সালের প্রথম দিকে শুরু হবে দ্বিতীয় ধাপ।