বয়স লুকাতে মামলা

উইকিপিডিয়া থেকে নিজের বয়স মুছতে চেয়েছিলেন জার্মানির এক চিত্রনাট্যকার ও সিনেমা পরিচালক। আর এজন্য আইনি পদক্ষেপও নেন তিনি, কিন্তু নিরাশ হতে হয়েছে তাকে।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 07:39 PM
Updated : 27 Nov 2015, 07:39 PM

স্কাই নিউজ জানিয়েছে, ‘ডেটা সুরক্ষা লঙ্ঘন’- এর অভিযোগ এনে চলতি বছর মে মাসে একটি মামলা দায়ের করেন ড. ইভলিন শেলস। অনলাইনে বয়স প্রকাশ করায় নিজের ক্যারিয়ারে অসুবিধা হচ্ছে বলে মামলায় উল্লেখ করেন তিনি।

এরপর নিজের ছোঁড়া তীরই যেন ফিরে এলো তার দিকে। নিজের এক বইয়ে তিনি নিজেই বয়স উল্লেখ করেছেন বলে তার বিরুদ্ধ্বে অভিযোগ করেছে মিউনিখের এক আদালত।

আদয়ালতের পক্ষ থেকে বলা হয়, “নিজের বই আর বইয়ে তার জন্মতারিখ প্রকাশ করার বিষয়টি শুরুতেই বাদীর পরিষ্কার করা উচিত ছিল।”

এক বিবৃতিতে উইকিপিডিয়ার পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, “যারা প্রকাশ্যে নিজেদের তথ্য প্রকাশ করে, তাদের উচিত বড় পরিসরে মানুষ অনলাইনে এ তথ্য খুঁজে পাবে এটি মেনে নেওয়া, উইকিমিডিয়াসহ।”

১৯৫৫ তার জন্মসাল বলে উইকিমিডিয়া  প্রকাশ করে।

২০১১ সালে পরিচয় গোপন রাখতে ইচ্ছুক এক অভিনেত্রী ইন্টারনেট মুভি ডেটাবেজ (এইএমডিবি)- এর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন।

আদালতের দলিলে তিনি বলেছিলেন, “বিনোদন খাতে, তারূণ্যই রাজা।”