বিনামূল্যে ভার্চুয়াল ডাইনোসর আইল্যান্ড

বিনা খরচে ডাউনলোডের জন্য ভার্চুয়াল রিয়ালিটি ডেমো ‘ব্যাক টু ডাইনোসর আইল্যান্ড’ উন্মুক্ত করে দিয়েছে জার্মান ভিডিও গেইম নির্মাতা ক্রাইটেক। অকুলাস রিফট ডিভাইসের মাধ্যমে ভার্চুয়াল জগতের ডাইনোসর দ্বীপ ঘুরে দেখতে পারবেন আগ্রহীরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 03:33 PM
Updated : 23 Nov 2015, 03:33 PM

ওয়্যান্ড ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসে স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত গেইম ডেভেলপার্স কনফারেন্সে ব্যাক টু ডাইনোসর আইল্যান্ড উন্মোচন করেছিল ক্রাইটেক। এতে ব্যবহারকারীর চরিত্র হবে এক বাচ্চা ডাইনোসরের।

আর ওই বাচ্চা ডাইনোসরের দৃষ্টিতেই ভার্চুয়াল জগতে চারপাশের জঙ্গল ঘুরে দেখবেন ব্যবহারকারী। একটা পর্যায়ে মুখোমুখী হবেন টি-রেক্স-এর।

এ প্রসঙ্গে ক্রাইটেকের ডিরেক্টর অফ প্রোডাকশন ডেভিড বোম্যান বলেন, “ভার্চুয়াল রিয়ালিটির জগৎ কতোটা উত্তেজনাপূর্ণ হতে পারে তারই প্রমাণ দেবে ব্যাক টু ডাইনোসর আইল্যান্ড। ভার্চুয়াল রিয়ালিটিতে দেখার সময় আপনি এর আরও কাছে জলে আসবেন, আপনার মনে হবে আপনি ঠিক সেখানেই আছেন যা অন্য কোনো ম্যাধ্যমে সম্ভব নয়।”

ব্যাক টু ডাইনোসর আইল্যান্ডকে বিবেচনা করা হচ্ছে ক্রাইটেকের মাঠপর্যায়ের পরীক্ষামূলক কাজ হিসেবে। নিজেদের প্রথম ভার্চুয়াল রিয়ালিটি গেইম ‘রবিনসন: দ্য জার্নি’ নিয়ে কাজ করছে ক্রাইটেক। ওই গেইমটির জন্য ব্যাক টু ডাইনোসর আইল্যান্ড ‘টেস্টবেড’ হিসেবে কাজ করছে বলে জানিয়েছে ওয়্যার্ড ডটকম।