‘আর’ রেটিং ইনস্টাগ্রামে

ইনস্টাগ্রাম সেবার একটি রেস্ট্রিকটেড বা আর রেটেড সংস্করণ তৈরির ব্যাপারে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন বলেই জানিয়েছেন অনলাইন ফটো শেয়ারিং সাইটটির সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রোম। ইনস্টাগ্রাম প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তির দিনিই এ তথ্যটি জানালেন তিনি।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 11:25 AM
Updated : 7 Oct 2015, 11:25 AM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘ভ্যানিটি ফেয়ার নিউ এস্টাবলিশমেন্ট সামিট’-এ বিষয়টি সম্পর্কে আলোচনা করেছেন সিস্ট্রোম।

ইনস্টাগ্রাম সেবার ‘আর রেটেড’ সংস্করণ তৈরি প্রসঙ্গে সিস্ট্রোম জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তাদের মধ্যে আলোচনা হয়েছে। এ ছাড়াও সিস্ট্রোম বলেছেন, “আমরা পর্ন হোস্টিং সংক্রান্ত কোনো ব্যবসা করছি না, আমাদের মূল লক্ষ্য মানুষ যাতে নিজেদের আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন।”

ইনস্টাগ্রাম নগ্নতা বিষয়ক নীতিমালার ক্ষেত্রে বরাবরই কঠোর বলেই জানিয়েছে ম্যাশএবল। এ নিয়ে অসংখ্য বিতর্কের সম্মুখীনও হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। কিন্তু এ ব্যাপারে প্রতিষ্ঠানটির বক্তব্য হচ্ছে, অসঙ্গত কনটেন্টের ব্যাপারে তারা নিজেদের কমিউনিটি রিপোর্টের উপরেই নির্ভর করে থাকেন।

এ প্রসঙ্গে সিস্ট্রোম জানিয়েছেন, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে শুরু থেকেই তাদের প্রতিষ্ঠান ‘প্রচুর পরিমাণে বিনিয়োগ’ করছে। তিনি আরও জানান, ইনস্টাগ্রামে নগ্নতা মোটেও নিষিদ্ধ কোনো বিষয় নয়।

মঙ্গলবারের ওই সামিট প্যানেলে ‘গার্লস স্টার’ খ্যাত লিনা ডান ডানহাম এবং ইয়াহু নিউজের সাংবাদিক কেটি কোরেক উপস্থিত ছিলেন বলেও জানিয়েছে ম্যাশএবল। এ প্রসঙ্গে ডানহাম জানান, ইনস্টাগ্রামের ‘আর রেটেড’ সংস্করণের বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি।