বিয়ের প্রস্তাবে ভার্চুয়াল রিয়েলিটি!

ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান ‘ভালভ’-এ কর্মরত চ্যান্ডলার মুর্চ নামের একজন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের সিটলে বসবাসরত এই ব্যক্তি নিজ প্রতিষ্ঠানের বানানো ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস নিয়ে পরীক্ষা করার সময় এই কাণ্ড করে বসেন। 

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 11:22 AM
Updated : 7 Oct 2015, 11:22 AM

বিবিসি জানিয়েছে, এইচটিসি ভাইভ হেডসেটের মাধ্যমে ভার্চুয়াল হীরের আংটি সৃষ্টি করে প্রেমিকাকে এই প্রস্তাব দেন মুর্চ। তবে হেডসেটটি খোলার পর একেবারে আসল হীরের আংটি দিয়েই প্রেমিকা কেলি টরটোরিসকে ফিল্মি কায়দায় হাটু গেঁড়ে বিয়ের প্রস্তাব দেন তিনি।

এ প্রস্তাবে সায় দিয়ে মুর্চকে বিয়ে করতে রাজি হয়েছেন টরটোরিস। প্রেমিকের কাছ থেকে এই অভিনব উপায়ে প্রস্তাব পেয়ে নিজের উচ্ছ্বাসের কথা ফেইসবুক পেজে জানিয়েছেন তিনি।

অবশ্য আগামী বছর বাজারজাত হতে যাওয়া এই ডিভাইসটির প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবেই এই কায়দা অবলম্বন করা হয়েছে বলে মনে করছেন কিছু সংখ্যক প্রযুক্তিবিষয়ক সাংবাদিক।

উল্লেখ্য, এই হেডসেটটি এইচটিসি এবং ভালভের যৌথ প্রয়াসের মাধ্যমে বানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।