অ্যাপলের ২য় ‘স্পেসশিপ’

আরেকটি ‘স্পেসশিপ’ বানাতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানিভেইলে ৭ লাখ ৭৭ হাজার ১শ’ বর্গফুটের এ অফিস ভবন বানাচ্ছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 11:18 AM
Updated : 6 Oct 2015, 11:18 AM

সিলিকন ভ্যালি বিজনেস জার্নালের বরাত দিয়ে সংবাদ সাইট ম্যাশএবল জানিয়েছে, কথিত এই ‘স্পেসশিপ’- এর বিশাল ভবনটি ‘কার্ভাশিয়াস’ গ্লাসের কাঠামো দিয়ে বানানো হবে। আর এর বাইরে থাকবে সবুজ খালি জায়গা।

এ প্রকল্পে তিনটি ভবন থাকবে। একটি বিশাল বাগান দিয়ে ঘেরা প্রতিটি ভবনের সঙ্গে থাকছে সবুজ খালি জায়গা। ভবনের জন্য নির্ধারিত পার্কিং স্পেসের প্রায় পুরোটাই রাখা হয়েছে ভবনের আন্ডারগ্রাউন্ডে।

পরিবেশের কথা মাথায় রেখে বানানো ভবনের মান নিয়ে যুক্তরাষ্ট্রে লিডারশিপ এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) সনদ দেওয়া হয়। এই সনদের সর্বোচ্চ ধাপ এলইইডি প্লাটিনাম অর্জন করেছে ভবনটি।

কবে নাগাদ ভবনটির নির্মাণ কাজ শুরু করা হবে আর অ্যাপল কি এই জায়গা লিজ নিয়েছে না কি কিনে নিয়েছে তা এখনও পরিষ্কার নয়।

ইতোমধ্যে কুপার্টিনোতে প্রতিষ্ঠানটির প্রথম ‘স্পেসশিপ’ নির্মাণাধীন আছে। অ্যাপলের বর্তমান কুপার্টিনো হেডকোয়ার্টার থেকে দ্বিতীয় ‘স্পেসশিপ’ মাত্র ৫ মাইল দূরে অবস্থিত।