নেক্সাসে মার্শমেলো

নতুন ফিচারসহ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো এখন থেকে নেক্সাস ডিভাইসগুলোতে ব্যবহার করা যাবে। সোমবার গুগলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ফুয়াদ তানভীর অমিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 11:11 AM
Updated : 6 Oct 2015, 11:11 AM

নেক্সাস ৫, নেক্সাস ৬, নেক্সাস ৭ (২০১৩), নেক্সাস ৯ এবং নেক্সাস প্লেয়ারে এই নতুন আপডেট মার্শমেলো সাপোর্ট করবে। এছাড়াও নেক্সাসের নতুন ডিভাইস নেক্সাস ৫এক্স এবং নেক্সাস ৬পিতে মার্শমেলো আগে থেকেই ইনস্টল করা থাকবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

অ্যান্ড্রয়েড মার্শমেলো ডিভাইসের ব্যাটারি লাইফ ৩০ শতাংশ দীর্ঘ করবে। অ্যাপ পারমিশনের উপরেও ভালো নিয়ন্ত্রণ দেবে বলে জানা যায়। এছাড়াও গুগল নাও এর সম্পূর্ণ নতুন সংস্করণ পাওয়া যাবে মার্শমেলোতে।

মার্শমেলো ওভার দা এয়ার সার্ভিসের মাধ্যমে আপডেট করা যাবে। তবে কবে থেকে এই সার্ভিস চালু হবে সে বিষয়ে সঠিক কিছু এখনও জানানো হয়নি। নেক্সাস ব্যবহারকারীরা সফটওয়্যার আপডেট মেনুতে গিয়ে আপডেট চেক করে নিতে পারবেন। এ ছাড়াও গ্রাহক সরাসরি গুগল থেকে মার্শমেলো ডাউনলোড করে নিতে পারবে।

নেক্সাস ছাড়া অন্যান্য ডিভাইসগুলোতে কবে নাগাদ মার্শমেলো ব্যবহার করা যাবে সে ব্যাপারে কিছু জানায়নি গুগল।