নতুন বন্ড বানাতে কোটি ডলারের গাড়ি ধ্বংস

জেমস বন্ডের পরবর্তী সিনেমা স্পেকটার নির্মাণে ইতোমধ্যে ধ্বংস হয়েছে ৩ কোটি ৪০ লাখ ডলার মূল্যের গাড়ি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 11:48 AM
Updated : 5 Oct 2015, 12:52 PM

ডেইলি মেইলের বরাত দিয়ে সংবাদ সাইট ম্যাশএবল জানিয়েছে, ধ্বংস হওয়া দশটি গাড়ির সাতটিই বিশেষভাবে বানানো অ্যাস্টন মার্টিন ডিবি১০। সেই সঙ্গে ল্যান্ড রোভার ডিফেন্ডার আর রেইঞ্জ রোভার স্পোর্টও ব্যবহার করা হয়েছে। 

পুরো সিনেমাটি বানাতে ৩০ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত খরচ হওয়ার কথা রয়েছে। আর যদি তা হয়, তবে এটি হবে এ যাবৎকালে বন্ডের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে খরচবহুল সিনেমা।

সিনেমাতে ইতালির রোমে গাড়ি নিয়ে ধাওয়া করার এক দৃশ্যেই কয়েক মিলিয়ন ডলারের গাড়ি নষ্ট হয়েছে। ওই দৃশ্যে বন্ড একটি অ্যাস্টন মার্টিন আর ভিলেন একটি জাগুয়ার সি-এক্স৭৫ সুপারকার ব্যবহার করে। এছাড়া আরেক দৃশ্যে আল্পসে একটি বিশেষায়িত ল্যান্ড রোভার ডিফেন্ডার ধ্বংস করা হয়েছে।

চলতি বছর ২৬ অক্টোবর লন্ডনে আর ৬ নভেম্বর থেকে বিশ্বব্যাপী ‘স্পেকটার’ মুভিটি ছাড়া হবে বলে জানা গেছে।

এর আগে জেমস বন্ডের সর্বশেষ সিনেমা ‘স্কাইফল’ -এ ২০ কোটি মার্কিন ডলার খরচ করা হয়েছিল।

বক্স অফিসের হিসেবে বন্ডের শেষ ছয়টি সিনেমার নির্মাণখরচ হল-

টুমরো নেভার ডাইজ ১১ কোটি ডলার

দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ সাড়ে ১৩ কোটি ডলার

ডাই অ্যানাদার ডে ১৪ কোটি ২০ লাখ ডলার

ক্যাসিনো রয়্যাল ১০ কোটি ডলার

কোয়ন্টাম অফ সোলেস ২৩ কোটি ডলার

স্কাইফল ২০ কোটি ডলার

আর প্রথম বন্ড সিনেমা ড. নো তৈরিতে ১৯৬৩ সালে খরচ হয়েছিল সাকুল্যে ১০ লাখ ডলার।