চীনে সিআইএ’র ‘ভয়’

চীন থেকে সব কর্মকর্তা সরিয়ে নিচ্ছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। এপ্রিল মাসে এক হ্যাকিংয়ের শিকার হয়েছিল যুক্তরাষ্ট্রের ‘অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম)’।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2015, 11:29 AM
Updated : 3 Oct 2015, 11:29 AM

ওই ঘটনায় দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকে ‘পূর্বসতর্কতা’ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিবিসি জানিয়েছে, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের ‘অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম)’-এর উপর ওই সাইবার আক্রমণে প্রায় ২ কোটি ১০ লাখ মার্কিন কর্মকর্তার ডেটা চুরি হয়। ওই ঘটনার জন্য শুরু থেকেই চীনের হ্যাকারদের দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক বিবৃতিতে কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার এ বিষয়টিকে ‘পূর্বসতর্কতামূলক’ বলে উল্লেখ করেছে সিআইএ।

ওই আক্রমণে সিআইএ কর্মকর্তাদের কোনো তথ্য চুরি না হলেও, রাষ্ট্রীয়ভাবে রাখা অন্যান্য তথ্য চুরির শিকার হয়।

এ বিষয়ে সিআইএ সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

এ ব্যাপারে মার্কিন গুপ্তচর প্রধান জেমস ক্ল্যাপারও হ্যাকিংয়ের পরবর্তী ফলাফল নিয়ে আশঙ্কিত বলে জানিয়েছে বিবিসি। অন্যান্য দেশে এজেন্টরা চিহ্নিত হয়ে গেলে এর ‘গুরুতর প্রভাব’ পরার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।