টেসলার নতুন গাড়ি ‘মডেল এক্স’

‘ফ্যালকন উইং’ দরজাসহ বিদ্যুৎশক্তি চালিত নতুন গাড়ি ‘মডেল এক্স’ উন্মোচন করেছে মার্কিন ইলেকট্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2015, 09:40 AM
Updated : 30 Sept 2015, 09:40 AM

বিবিসি জানিয়েছে, ঘোষণাকৃত সময়ের প্রায় দুই বছর পর মডেল এক্স গাড়িটি উন্মোচন করা হলো। কিছু ‘প্রকৌশলগত জটিলতার’ কারণেই গাড়িটি উন্মোচনে এত দেরি বলে জানিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

নতুন এই স্পোর্টস-ইউটিলিটি ভেইকল (এসইউভি) সাতজন যাত্রী বহণ করতে সক্ষম। একবার চার্জ দিলে গাড়িটি ৪শ’ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। গাড়িটির পিছনে দুটি ‘ফ্যালকন-উইং’ দরজা রাখা হয়েছে। এ দরজা উপরের দিকে খোলা সম্ভব। এতে বাচ্চাদের গাড়িতে নিয়ে বসানে সহজ হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

চাহিদা অনুযায়ী এর দাম ১ লাখ ৪৪ হাজার ডলার রাখা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে ২০১৭ সালে তুলনামূলক কম দামের আরেকটি গাড়ি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। ৫ হাজার ডলারের বিনিময়ে গাড়িটি টেসলার অনলাইন স্টোর থেকে বুকিং দেওয়া যাবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

বাজারে আধুনিক প্রযুক্তির গাড়ি নিয়ে সাড়া জাগানো এই নির্মাতা প্রতিষ্ঠানটি এখনও লাভের মুখ দেখেনি।