নিজ দেশে নজর গুগলের ভারতীয় প্রধানের

আরও বেশি সংখ্যক ভারতীয়কে ইন্টারনেট সেবার আওতায় আনতে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন গুগল প্রধান সুন্দর পিচাই। দেশটির ৪শ’ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করবে বলে ঘোষণা দিয়েছেন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটির ভারতীয় প্রধান।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2015, 11:06 AM
Updated : 28 Sept 2015, 11:06 AM

নিজ দেশের ১শ’ কোটিরও বেশি মানুষ এখনও ইন্টারনেট সেবার বাইরে বলে জানিয়েছেন পিচাই। গুগলের নতুন এই প্রকল্পের ফলাফল হিসেবে প্রতিদিন প্রায় ১ কোটি ভারতীয় রেলযাত্রী বিনামূল্যে ওয়াই-ফাই সেবা পাবেন— জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

পিচাই বলেন, “আমরা শতকোটি ভারতীয়কে অনলাইনে আনতে সহায়তা করতে চাই, যাতে তারা ওয়েব অ্যাকসেস করতে পারেন আর সব ধরনের তথ্য ও সুযোগ পান। দ্রূতগতির ব্রডব্যান্ডের মাধ্যমে তারা সবচেয়ে ভালো ওয়েব ব্রাউজিং সুবিধা পাবেন। যুক্তরাষ্ট্রে আমাদের প্রধান কার্যালয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে ডিজিটাল ভারত বানাতে সহায়তা করতে ৪শ’ রেলস্টেশনে দ্রুতগতির পাবলিক ওয়াই-ফাই সুবিধা দেওয়ার প্রকল্প ঘোষণা করেছি।”

ওই প্রকল্প বাস্তবায়নে গুগল ‘ইন্ডিয়ান রেলওয়ে’ আর ‘রেলটেল’-এর সঙ্গে কাজ করবে। প্রথম ধাপে ২০১৬ সালের মধ্যে দেশটির ১শ’ রেলস্টেশন ওয়াই-ফাই সংযোগের আওতায় আনা হবে।

এই বিষয়ে গুগল প্রধান বলেন, “শুধু ১শ’ স্টেশনে ইন্টারনেট সেবা দেওয়ার মাধ্যমেই ১ কোটিরও বেশি লোককে প্রতিদিন ইন্টারনেট সেবা দেওয়া যাবে।” পরবর্তীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে পুরো প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।