সেক্স রোবট নিষিদ্ধের ডাক

যৌনকর্মে ব্যবহৃত হতে পারে- এমন রোবট বানানো নিষিদ্ধ করতে একটি ক্যাম্পেইন চালু হয়েছে বিলেতে।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2015, 10:44 AM
Updated : 15 Sept 2015, 10:44 AM

ক্যাম্পেইনের নেতা ড. ক্যাথলিন রিচার্ডসন প্রযুক্তির এমন ব্যবহারকে অপ্রয়োজনীয় আর অবাঞ্ছিত বলে অবিহিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সেক্স ডলের বাজার ধীরে ধীরে আরও পরিশীলিত হচ্ছে এবং অনেকেই এখন এ ধরনের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার আশা করছেন। আর এমন রোবটের প্রয়োজন রয়েছে বলে দাবি করেছে এ খাতের কর্মীরা।

লেস্টারের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটির রোবট বিষয়ক নীতিশাস্ত্রবিদ ড. রিচার্ডসন এ বিষয়ে সচেতনতা বাড়াতে চান। সেই সঙ্গে, এ রোবট বানানোর সঙ্গে জড়িতদের এ রোবট কীভাবে ব্যবহৃত হয় তা বুঝিয়ে এ বিষয়ে নতুন করে ভাবতে বলবেন তিনি।

তিনি বলেন, “রোবোটিক্স খাতে সেক্স রোবটের উপর নজর বাড়ছে, এ রোবটগুলোর মডেল আর এগুলো যেভাবে কাজ করে তা খুবই বিরক্তিকর।”

তার মতে, এ রোবটগুলো নারীদের বিষয়ে প্রথাগত পুরুষতান্ত্রিক বিশ্বাসকে আরও শক্তিশালী করে আর শারিরীক সম্পর্ক ছাড়া মানুষের সম্পর্কে আর কিছু দরকার নেই- এমন ধারণার জন্ম দেয়।