টিভি অনুষ্ঠান বাণিজ্যে অ্যাপল!

এতদিন বিভিন্ন ডিভাইস নির্মাণে দেখা গেলেও, এবার সম্ভবত টিভি অনুষ্ঠান বানানোয় নজর দিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ইতোমধ্যে এ নিয়ে হলিউডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 12:25 PM
Updated : 1 Sept 2015, 12:25 PM

নেটফ্লিক্স বা আমাজনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতেই অ্যাপল এমন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে বিনোদনমূলক প্রকাশনা ভ্যারাইটি।

সম্প্রতি হলিউডি প্রভাবশালীদের সঙ্গে প্রাথমিকভাবে বিনোদনমূলক অনুষ্ঠান বানানোর বিষয়ে আলাপ করেছে অ্যাপল। এর আগে অ্যাপল তাদের বিশ্বব্যাপী রেডিও সার্ভিস বিটস ১ রেডিও স্টেশন আর ড্রেইক বা এমিনেমের মতো শিল্পীর মিউজিক ভিডিওএর মাধ্যমে অরিজিনাল কন্টেনের পরিধি বাড়ায়। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি ইন্টারনেটে সরাসরি টিভি স্ট্রিমিংয়ের সেবা চালু করবে বলে গুজব রয়েছে।

টিভি অনুষ্ঠান নিয়ে অ্যাপলের লক্ষ্য বা বিস্তারিত পরিকল্পনা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায় নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে অ্যাপলবিষয়ক গুজবের সাইট ম্যাকরিউমার্স জানায়, নেটফ্লিক্সের মতো অ্যাপলও দীর্ঘমেয়াদি অনুষ্ঠান বানাতে আলাদা প্রযোজনা তৈরি করতে চাচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল স্বাধীন ফিল্ম কন্টেন্ট বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে। আইটিউনসের মুভি কন্টেন্টের পরিধি বাড়াতে আর থিয়েটারে চলার আগে বা চলার সময় মুভিগুলো দেখার সুবিধা দিতে প্রতিষ্ঠানটি এমন পদক্ষেপ নেয়।