এবার ডিজিটালে ‘হোলগা’

এক সময়ের সস্তা ও জনপ্রিয় হোলগা ক্যামেরার সীমাবদ্ধতাকে অনেকটা বাণিজ্যিক রূপ দিয়েই যেন তৈরি করা হয়েছিল ইনস্টাগ্রাম ফিল্টারগুলো। সেই হোলগা যখন নিজেই ডিজিটাল ক্যামেরা তৈরির ঘোষণা দিয়েছে, বলা চলে এখন থেকে আপনি যে ছবি তুলবেন তাতে আর ইনস্টাগ্রাম ফিল্টার ব্যবহার করা লাগবে না।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 12:22 PM
Updated : 1 Sept 2015, 12:22 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, হংকংভিত্তিক ক্যামেরা নির্মাতা হোলগা লিমিটেড সম্প্রতি নতুন একটি ডিজিটাল টয় ক্যামেরা বাজারজাত করার ঘোষণা দিয়েছে।

এই ক্যামেরার মাধ্যমে পছন্দমত ছবি তুলে এসডি কার্ডে সেইভ করে রাখা যাবে। 

নতুন এই ক্যামেরাগুলো মূলত এক সময়ে বহুল প্রচলিত হোলগা ক্যামেরাগুলোর ডিজিটাল সংস্করণ।

কালো, সাদা, গোলাপী এবং মিক্সড কালার-নতুন ডিজিটাল ক্যামেরাগুলো এই চারটি রংয়ে বাজারে পাওয়া যাবে।

ক্যামেরাটিতে বিভিন্ন স্টাইলে ছবি তোলার জন্য অ্যাপারচার এফ ২.৮-৮ লেন্স ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।

ক্যামেরায় উপরের দিকে একটি নব রয়েছে যার মাধ্যমে ৪:৩ আয়তাকার ছবি ছাড়াও ইনস্টাগ্রামের জন্য ১:১ বর্গাকার ছবি তোলা যাবে।

ম্যাশএবল জানিয়েছে, ক্যামেরাটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হল-লেন্স সাপোর্ট। ছবিতে বৈচিত্র আনার জন্য ক্যামেরাটিতে পুরনো ফিল্ম ক্যামেরার হোলগা লেন্সও ব্যবহার করা যাবে।

চার্জের জন্য ক্যামেরায় একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং নিচের দিকে ট্রাইপড মাউন্ট রয়েছে।

হোলগা ডিজিটাল ক্যামেরাগুলো ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে বাজারজাত করা হবে জানিয়েছে ম্যাশএবল।

ইতোমধ্যে কিকস্টার্টারের মাধ্যমে নির্মাতা প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রার ৩৮ হাজার ডলার ছাড়িয়ে ৬১ হাজার ডলার আয় করতে সক্ষম হয়েছে। এতে অংশগ্রহনকারী গ্রাহকরা ৫৭ ডলারে ক্যামেরাটি কিনতে পারবেন।