লিজার্ড স্কোয়াড সংশ্লিষ্টতায় গ্রেপ্তার ৬

এক্সবক্স এবং প্লেস্টেশন গেইমিং সার্ভিসের উপর সাইবার আক্রমণের জন্য পরিচিত হ্যাকারদের দল লিজার্ড স্কোয়াডের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ৬ কিশোর হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাজ্যে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 12:34 PM
Updated : 31 August 2015, 12:34 PM

বিবিসি জানিয়েছে, কিশোর হ্যাকারদের ওই দলটি নিজস্ব ওয়েবসাইট থেকে অর্থের বিনিময়ে অন্যান্য ব্যবহারকারীদের লিজার্ড স্কোয়াডের তৈরি হ্যাকিং টুল ব্যবহার করতে দিত। তবে গ্রেপ্তারকৃত কাউকেই লিজার্ড স্কোয়াডের সকৃয় সদস্য বলে সন্দেহ করা হচ্ছে না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

১৫ থেকে ১৮ বছর বয়সের ওই কিশোররা বিটকয়েনের মতো বিকল্প লেনদেন ব্যবস্থার মাধ্যমে লিজার্ড স্কোয়াডের কাছ থেকে হ্যাকিং টুল কিনে নিজেরা ব্যবহারের পাশাপাশি অর্থের বিনিময়ে অন্যদের ব্যবহার করতে দিচ্ছিল বলে সন্দেহ করছে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের একটি জাতীয় সংবাদপত্র, একটি স্কুল, গেইমিং প্রতিষ্ঠান এবং একাধিক অনলাইন খুচরা বিক্রেতার উপর সাইবার আক্রমণের সঙ্গে গ্রেপ্তরকৃতরা সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে।