অ্যাশলে ম্যাডিসন প্রধান নির্বাহীর পদত্যাগ

পদত্যাগ করেছেন অনলাইন ডেটিং সাইট অ্যাশলে ম্যাডিসনের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা নোয়েল বাইডারম্যান। ২০০১ সালে ভিন্নধর্মী এ ডেটিং সাইটটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 01:30 PM
Updated : 29 August 2015, 01:30 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নতুন প্রধান নির্বাহী নিয়োগের আগ পর্যন্ত ওই পদটির দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজমেন্ট টিম।

এ প্রসঙ্গে অ্যাশলে ম্যাডিসন এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানের ভালোর জন্যই পদত্যাগ করেছেন বাইডারম্যান। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি থেকে এ বছরের ১২ জুলাই তিন কোটি ৩০ লাখেরও বেশি অ্যাকাউন্টের ডেটা হাতিয়ে নিয়ে, সেগুলোর আংশিক ফাঁস করেছে হ্যাকার দল ‘ইমপ্যাক্ট টিম’। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বিবিসির তথ্য অনুযায়ী, হ্যাকারদের ফাঁস করে দেয়া ডেটার মধ্যে সাইটটির প্রতিষ্ঠাতা নোয়েল বাইডারম্যানের দুই লাখ ইমেইল রয়েছে। বাইডারম্যানের ফাঁস হয়ে যাওয়া ইমেইলগুলো আসল বলেই নিশ্চিত করেছেন নরওয়ের নিরাপত্তা গবেষক পির থরশাইম।

অ্যাশলে ম্যাডিসনের অভিভাবক প্রতিষ্ঠান আভিদ লাইফ মিডিয়া ইতোমধ্যেই ওই হ্যাকার দল সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পাঁচ লাখ কানাডিয়ান ডলার পুরস্কার ঘোষণা করেছে।

তদন্ত প্রসঙ্গে অ্যাশলে ম্যাডিসন এক বিবৃতিতে জানিয়েছে, হ্যাকারদের চিহ্নিত করতে ও বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।