রসিকতায় নিজেরাই হাসির খোরাক!

সম্প্রতি গ্যালাক্সি নোট ৫ বাজারজাতের উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে স্মার্টফোনটির নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। তবে অনুষ্ঠানটিকে কমেডি সিরিজ এইচবিও সিলিকন ভ্যালির সঙ্গে তুলনা করে ম্যাশএবল জানিয়েছে, বক্তারা অন্যদের হাসাতে গিয়ে নিজেই হাসির খোরাক হয়েছেন।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 09:14 AM
Updated : 27 August 2015, 09:14 AM

অনুষ্ঠানটিতে স্যামসাংয়ের সিইও জে কে শিন এবং বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট জাস্টিন ডেনসনের মত কর্মকর্তা বক্তব্য রাখেন।

কিন্তু অনুষ্ঠান মঞ্চে তাদের পারফরমেন্স খুবই হতাশাজনক ছিল বলে জানিয়েছে ম্যাশএবল। 

হাস্যরস সৃষ্টির জন্য কথার ফাঁকে প্রত্যেক বক্তাই কম বেশি জোক বলেন। কিন্তু প্রত্যেকটি জোকই শ্রোতাদের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হয়। অনুষ্ঠানটিতে শ্রোতা হিসেবে উপস্থিত প্রযুক্তিবিষয়ক সাংবাদিকরাও বেশ নিষ্প্রভ ছিলেন।

ভবিষ্যতে স্যামসাংয়ের নতুন অনুষ্ঠান পরিচালনার জন্য অ্যাপলের পথ অনুসরণ করে বিল হেডারের মত কমেডিয়ান নেয়ার পরামর্শ দিয়েছে ম্যাশএবল।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে স্যামসাংয়ের পরবর্তী মডেলের স্মার্টফোনের সঙ্গে স্যামসাং পেঅন এর মত তুলনামূলক কম আকর্ষণীয় কয়েকটি ফিচার উন্মুক্ত করা হয়।