এবার ২৫৬ জিবির ফোন

২৫৬ জিবি স্টোরেজ ক্ষমতাসম্পন্ন জেনফোন ২-এর নতুন সংস্করণ বাজারজাত করার পরিকল্পনা করছে তাইওয়ানভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2015, 12:26 PM
Updated : 25 August 2015, 12:26 PM

মার্কিন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, আসুস এই ফোনটির স্টোরেজ ক্ষমতা দিয়েই আসলে বাজিমাত করতে চেয়েছে। তুলনা করলে বলা যায়, জেনফোন ২-এর এই ২৫৬ জিবি স্টোরেজ শুরুর দিকের একটি আইফোনের চেয়ে ১৫ গুণ বেশি।

জেনফোন ২ ডিলাক্সের বিশেষ এই সংস্করণে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ব্যাকপ্লেটে থাকছে হাল ফ্যাশনের বহুভুজাকৃতির প্যাটার্ন।

বর্তমানে অ্যান্ড্রয়েড বাজারে ৩০০ ডলারের মধ্যে ভাল মানের ডিজাইন এবং উচ্চ কর্মক্ষমতার স্মার্টফোন বাজারজাত করা হচ্ছে। দ্য ভার্জ জানিয়েছে, আসুস জেনফোন ২-এর এই নতুন সংস্করণেও ডিজাইন এবং উচ্চ কার্যক্ষমতার উপর জোর দেওয়া হয়েছে।

জোনফোন ২-এর এই বিশেষ সংস্করণ ব্রাজিলে প্রথম উন্মুক্ত করা হয়। তবে যুক্তরাষ্ট্রে ঠিক কবে নাগাদ এটি বাজারজাত করা হবে এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে দ্য ভার্জ।

ইতোপূর্বে এই বছরের শুরুতে বাজারজাত করা জেনফোন সংস্করণটি যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।