আইফোন থাকলে গ্যালাক্সি ফ্রি!

স্মার্টফোনের বাজারে শীর্ষ প্রতিদ্বন্দ্বী অ্যাপলকে টেক্কা দেওয়ার লক্ষ্যে অভিনব পন্থা বেছে নিয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। আইফোন ব্যবহারকারীদের বিনা খরচে ৩০ দিনের জন্য গ্যালাক্সি এস৬ এজপ্লাস এবং গ্যালাক্সি নোট ৫ ব্যবহারের সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। আইফোন ব্যবহারকারীদের গ্যালাক্সি সিরিজের নতুন দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে উদ্বুদ্ধ করাই মূল উদ্দেশ্য প্রতিষ্ঠানটির।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2015, 09:55 AM
Updated : 21 August 2015, 09:55 AM

স্মার্টফোনের বাজারে এখনও আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়নি গ্যালাক্সি এস৬ এজপ্লাস এবং গ্যালাক্সি নোট ৫-এর। এর মধ্যেই স্মার্টফোনদুটির প্রচারণার জন্য এমন অভিনব কৌশল অবলম্বনের ঘোষণা দিল স্যামসাং।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, আইফোন ব্যবহারকারীরা ওই স্মার্টফোন দুটির বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে ৩০ দিনের ‘ফ্রি ট্রায়াল’ অফার পাবেন। ওই ৩০ দিনে গ্রাহক কোনো বাধ্যবাধকতা ছাড়াই ফ্রি ডেটা প্ল্যানসহ স্মার্টফোনদুটি ব্যবহার করতে পারবেন।

সিনেট জানিয়েছে, স্মার্টফোনের বাজারে একদিকে অ্যাপলের আইফোন নিজের অবস্থান যেমন ধরে রেখেছে, অন্যদিকে হ্রাস পেয়েছে স্যামসাংয়ের তৈরি দামী স্মার্টফোনগুলোর বিক্রির সংখ্যা। এই অবস্থায় নতুন স্মার্টফোনগুলোর প্রতি আইফোন ব্যবহারকারীদের আকৃষ্ট করতেই স্যামসাং এই উদ্যোগ নিয়েছে।

আইফোন ব্যবহারকারীরা স্যামসাংয়ের এই ‘ফ্রি ট্রায়াল’ অফারে কতটা সাড়া দেবেন তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে সিনেট। এর আগে একই ধরনের ক্যাম্পেইন চালু করেছিল মার্কিন প্রতিষ্ঠান টি-মোবাইল। ক্রেতাদের এক সপ্তাহের জন্য বিনা খরচে আইফোন ৫এস ব্যবহারের সুযোগ দিয়েছিল প্রতিষ্ঠানটি। “টি-মোবাইলের ওই ক্যাম্পেইনকে ‘ব্যর্থ’ বলা যাবে না, তবে ওই ক্যাম্পেইন টি-মোবাইলের ব্যবসায় আকাশ-পাতাল পরিবর্তনও আনতে পারেনি”-- মন্তব্য করেছেন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কারেন্ট অ্যানালাইসিসের আভি গ্রিনহার্ট।