হুয়াওয়েই পি৮-এর ইআইএসএ জয়

ইউরোপিয়ান ইমাজিন এবং সাউন্ড অ্যাসোসিয়েশন(ইআইএসএ)-এর ‘কনজিউমার স্মার্টফোন অ্যাওয়ার্ড ২০১৫-২০১৬’ জিতে নিয়েছে হুয়াওয়েইয়ের তৈরি পি৮ স্মার্টফোন। এই নিয়ে টানা তৃতীয়বারের মত হুয়াওয়েইয়ের তৈরি স্মার্টফোন ইউরোপিয়ান ইমাজিন এবং সাউন্ড অ্যাসোসিয়েশন-এর কাছ থেকে এই ক্যাটেগরিতে অ্যাওয়ার্ড পেল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2015, 09:38 AM
Updated : 20 August 2015, 12:59 PM

২০১৪ সালের অ্যাওয়ার্ডজয়ী অ্যাসেন্ড পি৭-এর ডিজাইনের উপর ভিত্তি করেই পি৮-এর ডিজাইন করা হয় বলে জানিয়েছে হুয়াওয়েই। যোগ করা হয় নতুন ও আধুনিক ফিচার। ইআইএসএতে ক্যামেরা পারফর্মেন্সের জন্য প্রশংসিত হয়েছে পি৮।

২৬৮০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতার ব্যাটারি এবং ৫.২ ইঞ্চির ফুল এইচডি আইপিএস-নিও ডিসপ্লে আছে পি৮-এ।

এই প্রসঙ্গে হুয়াওইয়ের কনজিউমার বিজনেস গ্রুপ(বিজি)-এর চিফ মার্কেটিং অফিসার গ্লোরি ঝ্যাং বলেন, “টানা তিন বছর এই অ্যাওয়ার্ড জয়ের কারণে আমরা গর্বিত। আমরা এই শিল্পকে চ্যালেঞ্জ করতে এবং স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।