মঙ্গলের জন্য ‘নাসার ফেরারি’

মঙ্গলে নভোচারী পাঠানোর জন্য নতুন ‘আরএস-২৫’ রকেট ইঞ্জিন নিয়ে পরীক্ষা চালাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ওরিয়ন স্পেসক্রাফটের মাধ্যমে নভোচারীদের মঙ্গলে পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘নাসার ফেরারি’ নামে পরিচিতি পাওয়া আরএস-২৫।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2015, 09:10 AM
Updated : 14 August 2015, 09:10 AM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ১৩ অগাস্ট মিসিসিপির স্টেনিস স্পেস সেন্টারে পরীক্ষামূলকভাবে আরএস-২৫ চালিয়ে দেখেছে নাসা। এর ৪টি ইঞ্জিনের কার্যক্ষমতা নিয়ে যে ৭টি পরীক্ষা চালানোর কথা রয়েছে তার মধ্যে এটি ছিল ষষ্ঠ।

এ ব্যাপারে আরএস-২৫ এর প্রোপালশন ইঞ্জিনিয়ার ক্যাথেরিন ক্রোয়ি বলেন, “বাজারের সবচেয়ে জটিল রকেট ইঞ্জিন এটি। কারণ, এটি হল রকেট ইঞ্জিনের ফেরারি।”

অন্যদিকে নাসার নিজস্ব ব্লগে বলা হয়েছে, “বাজারের সেরা রেসিং গাড়ির ইঞ্জিন আরএস-২৫ এর বিপরীতে বাচ্চাদের খেলনা মাত্র”।  

দৈর্ঘ্যে এফ-১৫ জেট ফাইটারের সমান আরএস-২৫। কিন্তু ফাইটার প্লেনটির তুলনায় ৮ গুণ বেশি থ্রাস্ট সৃষ্টি করতে পারে এটি।

১৩ অগাস্টের পরীক্ষায় আরএস-২৫ চালানো হয়েছে টানা ৯ মিনিট। এর মধ্যেই প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করে নিয়েছেন নাসার গবেষকরা। সর্বশেষ পরীক্ষায় এক সঙ্গে চালু করা হবে আরএস-২৫ এর চারটি রকেট ইঞ্জিন।