হ্যাকারদের হাতে নতুন অস্ত্র!

ইউআরএল আইপি অ্যাড্রেসে পরিণত করার প্রক্রিয়ায় নতুন বাগ খুঁজে বের করেছে হ্যাকাররা। ওই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সাইট অফলাইন করে দিতে পারবে হ্যাকাররা, যাতে ভোগান্তির শিকার হবেন সাধারণ ব্যবহারকারী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2015, 09:35 AM
Updated : 5 August 2015, 09:35 AM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইন্টারনেটে যোগাযোগ ব্যবস্থার ওই দুর্বলতার সুযোগ নিয়ে পুরো ইন্টারনেট সংযোগেই বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারবে হ্যাকাররা। বিভিন্ন ওয়েভসাইটে ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণ চালানো আরও সহজ হবে হ্যাকারদের জন্য।

ওই বাগটির সুযোগ নিয়ে বিভিন্ন ডোমেইন নেইম সিস্টেম (ডিএনএস) সফটওয়্যারও ক্র্যাশ করাতে পারবে হ্যাকাররা। বাগটির জন্য সফটওয়্যার প্যাচ ইসু করা হলেও, প্যাচটি এখনও বহুল ব্যবহৃত নয় বলে জানিয়েছে বিবিসি।

সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান সুকুরির নেটওয়ার্কিং বিশেষজ্ঞ ড্যানিয়েল সিড বিবিসিকে জানিয়েছেন, ওই বাগটির কারণে ডিএনএস সার্ভার ক্র্যাশের শিকার হয়েছেন সুকুরির একাধিক সেবাগ্রাহক।